Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ২:১৯ পিএম

সবাইকে ১৪২৬ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন বছর বাঙালি জাতির জীবনে বয়ে আনুক নতুন বারতা।

রোববার নববর্ষের সকালে গণভবনে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কামনা করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা

টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করায় দেশের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙালি জাতি সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।”

নববর্ষ উদযাপন উপলক্ষে সকাল ৯টার আগেই আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা গণভবনে আসতে শুরু করেন।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে দশটায় গণভবনের ব্যাঙ্কোয়েট হলে পৌঁছালে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো এসো হে বৈশাখ’, ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘আলো আমার আলো’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে। আনন্দলোকে মঙ্গলালোকে গানের সঙ্গে প্রধানমন্ত্রীকেও কণ্ঠ মেলাতে দেখা যায়।

এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা দলের সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

পরে দলের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, “আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন।

“আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জনাচ্ছি।”

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতার নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আজকে আমাদের লক্ষ্য জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মধ্য দিযে সা্রা বিশ্বে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।”

নতুন বছরের প্রথম দিন গণভবনে এই অনুষ্ঠানের অতিথিদের খই, মুড়কি, মিষ্টান্নসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারে আপ্যায়িত করা হয়।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৪ এপ্রিল, ২০১৯, ৬:১৫ পিএম says : 0
    বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিশ্বের প্রভাবশালী নেতা তার শ্রেষ্ট সন্তান বিশ্ব মানবতার মা দেশ রত্ন মমতা ময়ী মা জননী বাংলা নববর্ষের সুর্ভেচ্ছা শত শহস্র সালাম নিবেন।
    Total Reply(0) Reply
  • Rubel Ahmed Shiblu ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২৫ এএম says : 0
    আসসালামু আলাইকুম ♥শুভ নববর্ষ ১৪২৬♥ নতুন বছরের প্রতিটি দিন আপনি ও আপনার পরিবারের জন্য হোক সুখের ও আনন্দের। রুবেল আহমেদ শিবলু যুগ্ম সাধারণ সম্পাদক সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ।
    Total Reply(0) Reply
  • Ad Shahin Shahin ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২৬ এএম says : 0
    শুভ নববর্ষ।দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে শুরু হোক আমাদের উন্নয়নের যাত্রা। আল্লাহ আমাদের সহায় হোক। সবার জন্য শুভকামনা রইল। শুভ নববর্ষ।
    Total Reply(0) Reply
  • Mustafizur Rahman ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২৮ এএম says : 0
    ক্ষুধা বাংলাদেশ থেকে বিদায় নেয়ার প্রস্তুতি গ্রহনে ব্যাস্ত যদি আপনি ক্ষমতায় থাকেন।
    Total Reply(0) Reply
  • Shah Biplob ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২৮ এএম says : 0
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ