Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘বোন ম্যারো’ দানে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ২:০১ এএম


ফরাসি এক কিশোরকে বাঁচাতে অস্থিমজ্জা (বোন ম্যারো) দান করতে গিয়ে মারাই গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষক ডেরিক নেলসন (৪৪)। দেহ থেকে অস্থিমজ্জা নেয়ার সময়ই তিনি কোমায় চলে যান। এর কয়েক সপ্তাহ পরেই তিনি মারা গেলেন। ডেরিক যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ওয়েস্টফিল্ড হাইস্কুলের প্রিন্সিপাল ছিলেন।
বিশ্বজুড়ে ‘বোন ম্যারো’ বিষয়ক নিবন্ধিত নেটওয়ার্ক হলো ‘বি দ্য ম্যাচ’। এর মাধ্যমেই অক্টোবরে ফরাসি ১৪ বছর বয়সের ওই কিশোরের সঙ্গে যোগাযোগ হয় নেলসনের। চ‚ড়ান্ত দফায় পরীক্ষা-নিরীক্ষা করা হয় ২১ জানুয়ারি। এরপর ফেব্রæয়ারিতে ‘বোন ম্যারো’ সংগ্রহের জন্য প্রক্রিয়া শুরু হয় হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে।
গত বুধবার নেলসনের পিতা উইলি নেলসন নিশ্চিত করেন, ‘বোন ম্যারো’ প্রক্রিয়াকরণের কোনো এক পর্যায়ে কার্ডিয়াক অ্যারেক্ট হয় ডেরিক নেলসনের। এর কিছুদিন পরেই তিনি মারা গেছেন। তবে হ্যাকেনস্যাক মেরিডিয়ান হেলথের মুখপাত্র ন্যান্সি রাডউইন মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এমন কি নেলসনের দেহ থেকে ‘বোন ম্যারো’ সফলভাবে সংগ্রহ করা হয়েছে কিনা সে বিষয়েও তিনি কথা বলতে রাজি নন।
তবে তিনি বলেছেন, এটা একটা বিয়োগান্তক ঘটনা। ড. নেলসন, তার শিক্ষার্থী, পরিবার, সম্প্রদায়, বন্ধুবান্ধব ও সহকর্মী যাদের সঙ্গেই তার সম্পর্ক ছিল তাদের সবার প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ