Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাসস | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১:১৩ পিএম

সোনাগাজীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গত ৬ এপ্রিল তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের জানান, ‘নুসরাত রাত সাড়ে নয়টার দিকে মারা গেছেন।’

এর আগে প্রধানমন্ত্রী ১৮ বছর বয়সী নুসরাতের সম্ভাব্য সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সোমবার বিকেলে সামন্তলাল সেন সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন এবং উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।’

কিন্তু চিকিৎসকরা বলেছেন, নুসরাতকে বিদেশে নেয়ার মতো অবস্থা নেই। কারণ তার দেহের ৮০ শতাংশ ঝলসে গেছে।

নুসরাতের অভিযোগ ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ২৭ মার্চ তাকে যৌন হয়রানি করেছে। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দেয়ার জন্য সে মাদরাসায় গেলে একদল মুখোশধারী লোক মাদরাসার ছাদে তাকে ডেকে নিয়ে হত্যার জন্য তার দেহে আগুন ধরিয়ে দেয়। ফেনী পুলিশ বলেছে, অপর একটি মামলায় অধ্যক্ষকে ইতোমধ্যে আটক করা হয়েছে। খুনিদের ধরতে তারা অভিযান চালাচ্ছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১১ এপ্রিল, ২০১৯, ২:০৫ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রী মানবতার মহান আদশ্যে অন্যান্য নজির স্হাপন করলেন। নুসরাতের অমানবিক মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। নুসরাতের চিকিৎসার জন্য সাথে সাথে রাষ্ট্রের পরম মমতা ভরা নির্দেশ। প্রয়োজনে বিদেশ পাঠানোর নির্দেশ। ঘটনায় জড়িত দের কঠোরভাবে দমনের নির্দেশ। সারা জাতি দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে মনে রাখবেন। আমরা এই দেশের লক্ষ কোটি অতি সাধারণ মানুষের দোয়া এই মমতা ময়ী প্রতি রইল। কোন অসহায় গরিবের পরিবার বিপদে চিকিৎসা সেবার অভাবে মরতে হবেনা। দেশ জাতির কল্যাণ মানবতার মহান আদশ্য নিয়ে এগিয়ে যাও মা জননী। লক্ষ কোটি মানুষের দোয়া ও ভালোবাসা সম্মানে আল্লাহ আপনাকে সুস্বাস্হ্য দির্ঘাআযু দান করুক।
    Total Reply(0) Reply
  • জসিম ১১ এপ্রিল, ২০১৯, ৩:২৪ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ দিতেছি আপনার ইতিবাচক কৃতকর্মের জন্য । আপনি গুটা জাতির জন্য মমতাময়ী হয়ে তাকুন। দুয়া রইল আপনার জন্য। আর হত্যা কারিদর যেন ফাঁসি দেওয়া হয়
    Total Reply(0) Reply
  • Sagar ১১ এপ্রিল, ২০১৯, ৪:০৮ পিএম says : 0
    Dear Prime Minister, 01.01.2019- Damudya, shariatpur a sadaron diary :55. 20.01.2019 case kora hoeche. jaha nari o shishu nirjaton law. Kidnaps akhono uddhar kore deinai. amder k sojol police inespector bole kidnaps kirir obostan den. aj 4 mounth 10 days. bibadi jamine ache, examination in regular of purba madaripur collage in damudya. amra ijjoter jonno manusjon janbe. ajonno, hilight korinai.amtabsthay manonio prodhan montryr hostokhep kamona korchi.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ