Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে চলবে ৬ রঙের বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীতে যানবাহনে শৃংখলা ফেরাতে ঢাকা শহরে মাত্র ৬টি কোম্পানির আওতায় ২২টি রুটে ৬ রঙের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান, ২০২০ সালে মুজিব বর্ষের উপহার হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্কফোর্স কমিটির সভা শেষে ডিএসসিসি’র মেয়র সাংবাদিকদের বলেন, বৈঠকে রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৬টি কোম্পানির মাধ্যমে ২২টি রুটে বাস চলাচল কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছেন। পরিবহনের শৃঙ্খলা কার্যক্রম মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করে জনগণকে উপহার দেবো। ৬টি কোম্পানির আওতায় পরিচালিত বাসগুলো হবে ৬ রঙের। একেক রঙের বাস একেক রুটে চলবে।
আসন্ন রমজানে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়ে মেয়র বলেন, এবারের রমজানে যানজট থাকবে না। প্রতিবছর রমজান মাসে যানজট থাকে অসহনীয় পর্যায়ে। তাই এবারের রমজানে যাতে সেই পরিস্থিতি না হয়, সেজন্য কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে। আশা করি রমজানে যানজট থাকবে না। ##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ