Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবেগঘন চিঠিতে বান্ধবীদের উদ্দেশে যা লিখেছেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় প্রিন্সিপাল সিরাজ উদদৌলার হাতে যৌন হয়রানির পর সহপাঠি বান্ধবীদের উদ্দেশে নুসরাত জাহান রাফির লেখা চিঠি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে দিন-তারিখ লেখা না থাকলেও বিষয়বস্তু বিবেচনায় এটি কয়েক দিন আগের লেখা বলে মনে করছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা। এই চিঠি থেকে জানা গেছে, এই ঘটনার কারণে তিনি একবার আত্মহত্যাও করতে গিয়েছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, গত মঙ্গলবার তার পড়ার টেবিলে খাতাটি পাওয়া গেছে। সেই খাতায় লেখা দুই পাতার ওই চিঠিটি তামান্না ও সাথী নামের দুই বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। চিঠিতে গত ২৭ মার্চ ঘটে যাওয়া ঘটনার বর্ণনাও দিয়েছেন নুসরাত। ওই চিঠিতে নুসরাত আত্মহত্যা করবে না বলেও উল্লেখ করে। তিনি আরো বলেন, এটিও ওই ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। চিঠিতে উল্লেখিতদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে যৌন হয়রানির ঘটনার পর সিরাজ উদদৌলা গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে বান্ধবীদের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করে রাফি। তাকে নিয়ে বান্ধবীদের বিভিন্ন কটূক্তিতেও তার কষ্ট পাবার কথা উল্লেখ করা হয় চিঠিতে।
চিঠিটিতে রাফি উল্লেখ করেছে, তামান্না, সাথী। তোরা আমার বোনের মতো এবং বোনই। ওই দিন তামান্না আমায় বলেছিল, আমি নাকি নাটক করতেছি। তোর সামনেই বললো। আরো কি কি বললো, আর তুই নাকি নিশাতকে বলেছিস আমরা খারাপ মেয়ে। বোন প্রেম করলে কি সে খারাপ? তোরা সিরাজ উদদৌলা সম্পর্কে সব জানার পরও কীভাবে তার মুক্তি চাইতেছিস। তোরা জানিস না, ওইদিন রুমে কি হইছে? উনি আমার কোন জাগায় হাত দিয়েছে এবং আরো কোন জায়গায় হাত দেয়ার চেষ্টা করেছে, উনি আমায় বলতেছে- নুসরাত ডং করিস না। তুই প্রেম করিস না। ছেলেদের সাথে প্রেম করতে ভালো লাগে। ওরা তোরে কি দিতে পারবে? আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেবো। আমি শুধু আমার শরীর দিতাম ওরে। বোন এই জবাবে উত্তর দিলাম। আমি একটা ছেলে না হাজারটা ছেলে...। আমি লড়বো শেষ নি:শ্বাস পর্যন্ত।
আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে। সেই ভুলটা দ্বিতীয়বার করবো না। মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি মরবো না, আমি বাঁচবো। আমি তাকে শাস্তি দেবো। যে আমায় কষ্ট দিয়েছে। আমি তাকে এমন শাস্তি দেবো যে তাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবো। ইনশাআল্লাহ।



 

Show all comments
  • কাওসার আহমেদ ১১ এপ্রিল, ২০১৯, ৯:১০ এএম says : 0
    এই চিঠির মাধ্যমে অনেক কিছু বেরিয়ে এসেছে
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ১১ এপ্রিল, ২০১৯, ৯:১০ এএম says : 0
    অনতিবিলম্বে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
    Total Reply(0) Reply
  • Alamin Hossain ১১ এপ্রিল, ২০১৯, ৯:৫৪ এএম says : 0
    নুসরাতের এমন মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। কোথায় পুলিশ, কোথায় সরকার, কোথায় দেশ, হায়রে আমার বাংলাদেশ ।
    Total Reply(0) Reply
  • Md. Shahriar Ahmed ১১ এপ্রিল, ২০১৯, ১০:০০ এএম says : 0
    নুসরাত হত্যাকারীর রিমান্ড নয়, দ্রুত ফাঁসি চাই
    Total Reply(0) Reply
  • Munna ১১ এপ্রিল, ২০১৯, ১০:০৯ এএম says : 0
    বিচারের বাণী যেনো নিরবে নিভৃত্বে না কাঁদে
    Total Reply(0) Reply
  • HM Rasel islam ১১ এপ্রিল, ২০১৯, ১২:৩১ পিএম says : 0
    নুসরাতের এমন মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। কোথায় পুলিশ, কোথায় সরকার???????
    Total Reply(0) Reply
  • পেয়ার আহম্মদ ১১ এপ্রিল, ২০১৯, ৭:৫১ পিএম says : 0
    আরে ভাই যে তাকে বলে ছিল তার বন্ধবিকে ছাদে মারছে, তাকে দরলেইত মোটা মুটি জানা যাবে। আর সিরাজদৌলার সহযুগিকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ