Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের ফাঁদেই পড়লেন মোদি

ইমরান খানের রিভার্স সুইং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে বিমান হামলা। চলল হুমকি, পাল্টা হুমকি। নির্বাচনে জিততে মোদি প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন পাকিস্তান বিদ্বেষ। জাতীয়তাবাদের জোয়ার তুলে নির্বাচনী প্রচারণায় অসংখ্যবার তুলেছেন বালাকোটের প্রসঙ্গ।
আর বিরোধীদেরকে সবসময় আখ্যা দিয়ে এসেছেন পাকিস্তান ও ইমরান খানের বন্ধু বলে। কিন্তু লোকসভা ভোটের আগের দিন দূরদর্শিতার পরিচয় দিয়ে তার সেই বিখ্যাত রিভার্স সুইংটি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাক্তন ক্রিকেটার ইমরান খান! নরেন্দ্র মোদি আর তার দল বিজেপিকেই তিনি সমর্থন করছেন বলে ঘোষণা দিলেন। ফলে, বিজেপির জাতীয়তাবাদ অস্ত্র ফাটা বেলুনের মতো চুপসে গেল। মোদির বন্ধু হয়ে তার অস্ত্রেই তাকে ঘায়েল করতে ভারতের কোনঠাসা বিরোধী দলগুলোকে কার্যত সুযোগ করে দিলেন ইমরান খান
গতকাল বুধবার ইমরান খান বললেন, ‘নির্বাচনে প্রধানমন্ত্রী মোদির দল জিতলে কাশ্মীর ইস্যুতে দু’দেশের মধ্যে ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা আর তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি।’ এইটুকু বলেই থামলেন না। কংগ্রেসের বিরোধিতা করে জানালেন, ‘ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে কাশ্মীর সমস্যা যেমন ছিল, তেমনই থাকবে। কারণ, দক্ষিণপন্থীরা হইচই বাধাবেন এই ভয়ে কাশ্মীর সমস্যা মেটাতে কংগ্রেস ততটা এগোবে না। যেটা একমাত্র সম্ভব, যদি বিজেপির মতো কোনও দক্ষিণপন্থী দল ক্ষমতায় আসে।’ তবে তিনি মন্তব্য করেন, ‘মোদি নির্বাচনে জিততে চাইছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কায়দায়। ভয় দেখিয়ে। দেশপ্রেম, জাতীয়তাবোধের আবেগকে উস্কে দিয়ে।’
ইমরানের এই মন্তব্যের পরই তোলপাড় ভারতের রাজনীতি। এত দিন বিরোধীদের দিকে পাকিস্তান প্রেম এবং দেশদ্রোহিতার অভিযোগ তুলে নির্বাচনী প্রচারের ছক সাজাচ্ছিলেন মোদি-শিবিরের সেনাপতিরা। এরই মধ্যে ইমরানের এই মন্তব্যের পর কটাক্ষ, বিদ্রুপ আর সমালোচনা নিয়ে মোদি-শিবিরকে আক্রমণ করতে আসরে নেমে পড়েছে কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)।
বিরোধীদের কোণঠাসা করতে এবং নির্বাচনী বৈতরণী পেরোতে নরেন্দ্র মোদি এবং তার রাজনৈতিক শিবির এতদিন বলে এসেছে, ‘এই দেশে বিরোধীরা কথা বলেন পাকিস্তানের ভাষায়, পাকিস্তানে সেনা অভিযান হলে মুষড়ে পড়েন বিরোধীরা।’ বালাকোটে সেনা অভিযান নিয়ে কোনও প্রশ্ন উঠলে দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেরি হত না বিজেপির প্রচার ব্রিগেডের। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে দেশকে টুকরো-টুকরো করতে আগ্রহী বিরোধীরা, এই অভিযোগও তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যার সমালোচনায় বিরোধীদের ‘টুকরে-টুকরে গ্যাং’ নামও দিয়ে ফেলেছে তারা।
এই প্রেক্ষিতে মোদির সমর্থনে ইমরানের মন্তব্য যেন নতুন অক্সিজেন পেল বিরোধী শিবির। বিজেপির এত দিনের সুরে সুর মিলিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার টুইট, ‘পাকিস্তান সরকারি ভাবে মোদির সঙ্গে হাত মিলিয়েছে। মোদিকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে ভোট দেওয়া।’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘মোদিজি, প্রথমে নওয়াজ শরিফ আপনার বন্ধু ছিলেন। এখন ইমরানও আপনার বন্ধু। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গিয়েছে।’
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বিজেপি ব্রিগেডের প্রতি তীব্র কটাক্ষ হেনে টুইটে রিখেছেন, ‘ইমরান খানের এই মন্তব্যের পর মাথা চুলকোচ্ছেন মোদি ভক্তরা। ওরা বুঝতে পারছেন না, ইমরানকে সমর্থন করবেন কিনা।’ মুফতির সঙ্গে সরব জম্মু ও কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। টুইটে তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান সমর্থন করলে কী হত, একবার ভেবে দেখুন। এখন তা হলে টুকড়ে-টুকড়ে গ্যাং-এর সদস্য কারা?’ আসরে নামতে দেরি করেননি আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীওয়ালও। মোদিকে উদ্দেশ করে তার প্রশ্ন, ‘মোদিকে জেতাতে কেন উৎসাহী পাকিস্তান? দেশ জানতে চায়, আপনার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কতটা গভীর। দেশ জানতে চায়, মোদি জিতলে কি পাকিস্তানে বাজি পোড়ানো হবে?’ সূত্র: এনডিটিভি, টিওআই।



 

Show all comments
  • Sanarul Islam ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    মনে হয় মদি আবার ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ এরা মত
    Total Reply(0) Reply
  • Khondkar Minhaz Ahmed Firoz ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    মোদির.... বাশ দিল ইমরান খান !
    Total Reply(0) Reply
  • Mostofa Zaman ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    রিভার্স সুইং নয় দু’সরা মারছে, বুঝে উঠার আগেই বোল্ড!
    Total Reply(0) Reply
  • প্রচেষ্টা প্রতিদিন টিটু ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    নির্বাচনের আগে মোদী নাটক ফেল,ইমরান খেলে দিলো।
    Total Reply(0) Reply
  • Md Rasel Talukder ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    কোন পিট ই ভাল নয় । আমাদের ন্যায্য পাওান পানি কেউ দিল না । না মমতা না মোদি
    Total Reply(0) Reply
  • Md Alamgir Hossen ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    hahaha
    Total Reply(0) Reply
  • Akib Hasan Palash ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    মেধার মাইর।। মুধীজি হাসলেও বাঁশ না হাসলেও বাঁশ
    Total Reply(0) Reply
  • Md Kabir Hossain ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    মেধাবী উচ্চ শিক্ষিত অক্সফোর্ট ধারী একজন রাষ্ট্র নায়ককে যারা বোকা ভাবেন উল্টো তারা যে কতটুকু বোকা ও নির্বোধ তার তিক্ত প্রমান বিশ্ববাসী দেখতে পেল "কিং খান"(ইমরান খান) কর্তৃক মোদি বাবুর বার বার ধরাশায়ী হওয়ার মাধ্যমে৷ তাই লোকে বলে কোথায় অক্সফোর্ট আর কোথায় টি-ফোর্ট! একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী, অক্সফোর্টধারী প্রধানমন্ত্রীর মেধা পলিসি বিচক্ষনতা দূরদর্শিতা ও কৌশলের কাছে কিভাবে পেরে উঠবে? সম্ভব নয়৷ হিন্দুত্ব মৌলবাদী, উগ্র জাতীয়তাবাদ, সুদর্শন চেহারা ও ধর্নীয় ভুলভাল বুঝিয়ে হয়তো প্রধানমন্ত্রী হওয়া যায়! চৌকস প্রতিপক্ষেকে টেক্কা দেয়া যায় না৷ আমি আগেই বলেছি, অধিনায়ক কিং খান একজন কৌশলী পাকা ফাষ্ট বোলার৷ বল করেন লাইন লেন্থ ঠিক রেখে উইকেট বরাবর! অনভিজ্ঞ ব্যাটসম্যান মোদিবাবু বোল্ট হতেই থাকবেন হতেই থাকবেন!! দেখুন কি নাকানী-চুবানীটানা খাচ্ছেন মোদিজী!!! ১৪০কোটি লোকের দেশ ভারতবর্ষ কি নেই তাদের? সেখানে কি কোন ব্রিলিয়ান্ট নেই? আমরা জানি গান্ধিজীর ভারতবর্ষে ব্রিলিয়ান্টদের অভাব নেই৷ তবে তারা চুপ কেন? তবে কি হিন্দু মৌলবাদী জঙ্গি গেরুয়াদের কাছে তারা হার মেনেছে নাকি সাবেক রাষ্ট্রপতির ন্যায় তারাও মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর খাতায় নাম লিখায়েছে?? চির শত্রু পাকিস্তান কংগ্রেসকে নয় মোদি বাবুকেই চায়৷ ভারতীয়দের বুঝতে হবে চা বিক্রেতা মোদিকে পেলে রাজনীতির মাঠে কৌশলী কিং খান কি.... ছেলে খেলাটা না খেলবে!!! ভারতীয় ভোটাররা যত দ্রুত তা বুঝবেন ততই তাদের মঙ্গল৷
    Total Reply(0) Reply
  • Md Alamgir Hossen ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    good ak bole poletiks
    Total Reply(0) Reply
  • Md Siraj ১১ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    Salute imran...apnar budhir jonno
    Total Reply(0) Reply
  • NANNU CHOWHAN ১১ এপ্রিল, ২০১৯, ৯:৫০ এএম says : 0
    Imran khan again proven he knows the political direction...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ