Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন অর্থনৈতিক অগ্রগতিকে ম্লান করে দিতে পারে

বিবৃতিতে ব্রিটিশ প্রতিমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার সংকোচন হলে অর্থনৈতিক অগ্রযাত্রা ম্লান হয়ে যেতে পারে। দু’দিনের ঢাকা সফর শেষে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যে প্রশংসনীয় অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন সে অর্জনকে ম্লান করে দিতে পারে।
দুদিনের সফরে ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল প্রথম কোন ব্রিটিশ মন্ত্রীর বৈঠক। মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে, গণতান্ত্রিক শাসন ও জবাবদিহীতার বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি, জনগণের উন্নতির জন্য বাংলাদেশের সরকারের আরো অনেক কিছুই করার আছে।



 

Show all comments
  • Mohi Uddin ১১ এপ্রিল, ২০১৯, ১০:১৩ এএম says : 0
    সত্য বলেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ