Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট গেমে কোটিপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মাত্র ১৪ বছর বয়সেই ইন্টারনেটে গেম খেলে কোটিপতি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বালক গ্রিফিন স্পাইকোস্কি। সারা দুনিয়ার মা-বাবা যখন ছেলে মেয়েদের অতিরিক্ত খেলাধূলা নিয়ে দুশ্চিন্তা করছেন, তখন এই কিশোরের মা-বাবা সন্তানের গেম খেলার জন্যই প্রতি বছর গুনছেন কাড়ি কাড়ি টাকা।
প্রতি বছর স্পাইকোস্কি শুধু অনলাইনে গেম খেলেই আয় করে প্রায় পৌনে দুই কোটি টাকা। মার্কিন এই কিশোর দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় অনলাইন ভিডিও গেম খেলে। এছাড়াও অনলাইন গেমের ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে সে।
গ্রিফিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লাখেরও (১.২ মিলিয়ন) বেশি। আর মোট ভিউয়ের সংখ্যা ৭ কোটি ১০ লাখেরও (৭১ মিলিয়ন) বেশি। নিজের ইউটিউব চ্যানেল আর অনলাইন গেমের পুরস্কার মূল্য মিলিয়ে গত বছরে গ্রিফিনের মোট আয় ২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে গ্রিফিনের মা ক্যাথলিন কনলি জানান, ছেলের এই সাফল্য তাকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গেছেন, অনলাইন গেমের দুনিয়ায় গ্রিফিন আরও উন্নতি করবে। টিভির খবরে বলা হয়, গ্রিফিনের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টা পর্যন্ত নিয়োগ করতে হয়েছে। সূত্র : নিউজ ১৮।



 

Show all comments
  • MD Shimon Islam ১১ এপ্রিল, ২০১৯, ২:১৭ এএম says : 0
    বয়স মাত্র ১৪ বছর, ভিডিয়ো গেম খেলে বছরে আয় ১.৪ কোটি টাকা! তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লক্ষেরও বেশি আর মোট ভিউ-এর সংখ্যা ৭ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে!
    Total Reply(0) Reply
  • মোঃ রিমন ইসলাম ১১ এপ্রিল, ২০১৯, ২:১৮ এএম says : 0
    ইদানীং বাড়ির কিশোর-কিশোরীদের ভিডিয়ো গেমের প্রতি আশক্তি এতটাই বেড়ে গিয়েছে যে, তা অভিভাবকদের কাছে রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে-দুপুরে, রাতে— যখনই সুযোগ পাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে ভিডিয়ো গেম। নিজের মোবাইল থাকলে তো কথাই নেই, না থাকলে বাড়ির কারও স্মার্টফোন নাগালের কাছে পেলেই শুরু হয়ে যাচ্ছে ভিডিয়ো গেম!
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১১ এপ্রিল, ২০১৯, ২:১৮ এএম says : 0
    খুবই ভালো। বকেই বলে ব্রিলিয়ান্ট বয়
    Total Reply(0) Reply
  • Md:Eyaz Ahmed ৩ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৭ পিএম says : 0
    আমি ও গেম খেলে কোটিপতি হতে চায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ