পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাত্র ১৪ বছর বয়সেই ইন্টারনেটে গেম খেলে কোটিপতি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বালক গ্রিফিন স্পাইকোস্কি। সারা দুনিয়ার মা-বাবা যখন ছেলে মেয়েদের অতিরিক্ত খেলাধূলা নিয়ে দুশ্চিন্তা করছেন, তখন এই কিশোরের মা-বাবা সন্তানের গেম খেলার জন্যই প্রতি বছর গুনছেন কাড়ি কাড়ি টাকা।
প্রতি বছর স্পাইকোস্কি শুধু অনলাইনে গেম খেলেই আয় করে প্রায় পৌনে দুই কোটি টাকা। মার্কিন এই কিশোর দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় অনলাইন ভিডিও গেম খেলে। এছাড়াও অনলাইন গেমের ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে সে।
গ্রিফিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লাখেরও (১.২ মিলিয়ন) বেশি। আর মোট ভিউয়ের সংখ্যা ৭ কোটি ১০ লাখেরও (৭১ মিলিয়ন) বেশি। নিজের ইউটিউব চ্যানেল আর অনলাইন গেমের পুরস্কার মূল্য মিলিয়ে গত বছরে গ্রিফিনের মোট আয় ২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে গ্রিফিনের মা ক্যাথলিন কনলি জানান, ছেলের এই সাফল্য তাকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গেছেন, অনলাইন গেমের দুনিয়ায় গ্রিফিন আরও উন্নতি করবে। টিভির খবরে বলা হয়, গ্রিফিনের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টা পর্যন্ত নিয়োগ করতে হয়েছে। সূত্র : নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।