Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার বদ্ধপরিকর

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উদযাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সারা দেশে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উদযাপন উপলক্ষে গতকাল ব্যানার, ফেস্টুনসহ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তরা এসময় বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি অফিস কাজ করছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভূমি সেবা দেওয়া হচ্ছে। দুর্নীতিমুক্ত ভূমি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া সভায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সেবা প্রদান ও সহজেই অল্প খরচে অনায়াসে নির্ধারিত ফিতে ভূমি সেবা এবং অনলাইনে নামজারি আবেদন নকশা ও পরচা-রেকর্ডসহ বিভিন্ন বিষয়ে ভূমি মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত উন্নয়ন কর আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়। আমাদের জেলা ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
সাতক্ষীরা : সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপি ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রনি আলম নূর।
ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদরপুর সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) সজল চন্দ্র শীল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিলা বিনতে মতিনসহ প্রমূখ।
লক্ষীপুর : লক্ষীপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমুখ।
নওগাঁ : নওগাঁয় ভৃমি সেবা সপ্তাহ ও ভৃমি উন্নয়ন কর মেলার শুভ উদ্বোধন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা সহকারী ভ‚মি কমিশনার সবুর আলীসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নড়াইল : নড়াইলে র‌্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, এসি ল্যান্ড মো. আজিম উদ্দিন রুবেল প্রমুখ।
টাঙ্গাইল : টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: মোস্তারী কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউর রহমান, টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ হোসেন খান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ প্রমুখ।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা স্থানীয় সরকারের (উপ-সচিব) উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যালি শেষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিধান কুমার, জাইকার উপজেলা প্রতিনিধি মো. রাসেদুজ্জামান প্রমূখ।
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে র‌্যালি শেষে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দরে র‌্যালি শেষে
সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যালি শেষে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোট আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সোহেল রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, শাহজাহান মজুমদার চেয়ারম্যান প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা ভুমি অফিসের প্রধান নির্বাহী ফজর আলীসহ প্রমূখ।
সিংড়া (নাটোর) : সিংড়ায় র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রমূখ বক্তব্য রাখেন।
আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রহমানসহ প্রমূখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ