পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার তুরাগ নদের তীর দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালির গদি, আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ ২৬ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল সকাল থেকে অভিযানের ২৬ তম দিন তথা তৃতীয় পর্বের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনে এ অভিযান চলে।
বিআইডাব্লিউটিএ সূত্র জানায়, গতকাল বুধবার সকালে রূপনগর ও সাভার থানার দেউল মৌজা এলাকায় উচ্ছেদ চালানো হয়। অভিযানকালে দুটি একতলা পাকা ভবন, ৯টি আধাপাকা ভবন, ২টি সীমানা প্রাচীর, ৬টি টিনের ঘর ও ৭টি বালুর গদি উচ্ছেদ করা হয়।
বিআইডাব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, উচ্ছেদে জব্দকৃত ভাঙা স্থাপনা ও অন্যান্য মালামাল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ২০ লাখ ৭৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া দকলকৃত তিন একর জমি অবমুক্তকরণ করা হয়। গত ২৯ জানুয়ারি থেকে এ অভিযান শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।