Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

বর্ষণমুখর চৈত্র বিদায়ের পথে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

চৈত্র মাস বিদায়ের পথে। বাংলা ১৪২৬ সাল দরজায় কড়া নাড়ছে। চৈত্র শেষের দিনগুলো বর্ষণ মুখর রয়েছে। কেটে গেছে গরমের তেজ ও খটখটে খরতপ্ত আবহাওয়া। বৃষ্টিপাতের সাথে বিভিন্ন স্থানে বজ্রপাত, শিলাঝড় ও কালবৈশাখী ঝড় এবং দমকা থেকে চৈতালী ঝড়ো হাওয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করে। গতকাল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে এ সময়ে রাজশাহী ও রংপুর বিভাগে তথা উত্তরাঞ্চলে এবং সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাত হয়নি। আজ থেকে বাড়তে পারে তাপমাত্রার পারদ।
গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড মংলায় ৫৯ মিলিমিটার। এছাড়া ঢাকায় ১১, গোপালগঞ্জে ৩৫, ময়মনসিংহে ৩, চট্টগ্রামে ১৬, কুমিল্লায় ১৭, নোয়াখালীতে ২৫, খুলনায় ৫০, সাতক্ষীরায় ৫৩, যশোরে ৪, বরিশালে ২৩, খেপুপাড়ায় ২৫, ভোলায় ১৫ মিলিমিটারসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আজ (বৃহস্পতিার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। এর পরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩.১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছি ও রাজারহাটে ১৭.৪ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৮.২ এবং সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সে.।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংযোগের ফলে চৈত্রে বৃষ্টিপাত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ