Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্টার্ন রিফাইনারির ৪২তম বার্ষিক সাধারণ সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

 বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড-ইআরএলের ৪২তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির উত্তর পতেঙ্গাস্থ রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৫ এপ্রিল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও ইআরএল বোর্ড চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
বার্ষিক সাধারণ সভায় ২০১৭-২০১৮ অর্থবছরের নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বক অনুমোদন করা হয়। সভায় উপস্থিত শেয়ার হোল্ডারগণ কোম্পানির ২০১৭-২০১৮ অর্থ বছরের সার্বিক কর্মকাÐে সন্তোষ প্রকাশ করেন। আলোচ্য অর্থ বছরে ইআরএল ১২ লাখ ৪১ হাজার ৭৩০ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে সরকারি কোষাগারে ১৬,৭৫.৩০ লাখ টাকা জমা দিয়ে প্রায় ১৩,১১.৯৪ লাখ টাকা করপূর্ব নিট মুনাফা অর্জন করেছে।
সভায় বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, বিপিআই’র মহাপরিচালক মো. ওয়াছিম জব্বার, বিপিসির পরিচালক (বিপণন) মো. সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ