Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৈত্রেই রাজধানীতে কালবৈশাখীর রেকর্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

‘হঠাৎ করেই রাজাধানী ঢাকার আকাশ অন্ধকার করে সন্ধ্যা ঘনিয়ে এলো। শুরু হলো তীব্র বেগে ঝড়ো হাওয়া। ক্ষণিকের মধ্যেই স্বশব্দে বজ্রপাত, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি।’ এই হলো গতকাল চৈত্রমাসে হঠাৎ কালবৈশাখীর চিত্র। রেকর্ড গতিতে আঘাত হানে ঝড়। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী ঘন্টায় ঝড়ের গতিবেগ ছিল ৮৫ কিলোমিটার। প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটারের ওপর হলেই সেটাকে কালবৈশাখী হিসেবে অবিহিত করে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত ৩১ মার্চ সারাদেশে কালবৈশাখী আঘাত হেনেছিল। বিক্ষিপ্ত শিলাবৃদ্ধিসহ ঝড়ো হওয়ায় ঢাকার মন্ত্রী পাড়ায় অসংখ্য গাছ ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ওই ঝড়ো হাওয়ায় সারাদেশে ৭ জন প্রাণ হারায়।
হঠাৎ ঝড়োহাওয়ায় অফিসফেরত মানুষ অবর্ণনীয় দুর্দশায় পড়েন। এমনিতেই যানবাহনের অভাব; তারওপর ঝড় নগরীর বিপনী বিতান, মার্কেটগুলোর মানুষকে চরম ভোগান্তিতে ফেলে দেয়।
রাজধানীর শনির আখড়ার বাসিন্দা অ্যাডভোকেট মিজানুর রহমান মেয়ের বিয়ের কাপড় কিনতে নিউ মার্কেটে যান। সেখানে তিনি স্ত্রী-কন্যাকে নিয়ে ঝড়ের কবলে পড়েন। ঝড়ের বর্ণনা দিতে গিয়ে বললেন, ৩৫ বছর ঢাকায় থাকি। চৈত্রে এমন তীব্র ঝড়ো হাওয়া অতীতে দেখিনি। আজিমপুরের বাসিন্দা গৃহবধূ রোকেয়া সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ছাদের উপর শুকাতে দেয়া কাপড় আনতে গিয়ে ফিরে এসে আগেই সন্ধ্যার আগেই অন্ধকার নেমে আসার বর্ণনা দিয়ে বলেন, এবার মনে হয় ঝড়বৃষ্টি বেশি হবে। হঠাৎ করেই মনে হলো তীব্র বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। শুকাতে দেয়া কাপড় চোখের পলকে কোথায় উড়ে গেল দেখতেও পেলাম না। ক্ষণিকের জন্য খুব ভয় পেয়েছি।
আবহাওয়াবিদ গোলাম কুদ্দুস জানান, গতকাল সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ মৌসুমে দেশের সর্বোচ্চ ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হয় ঢাকায়। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এর আগে এ মৌসুমে ৮৪ কিলোমিটার গতিবেগ রেকর্ড করা হয়েছিল বলে তিনি জানান।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে অবশ্য আগে থেকেই বলা হয়েছিল মঙ্গলবার বিকেল পৌনে ৩টা থেকে পরবর্তী ৮ থেকে ১০ ঘণ্টায় রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ