Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ নূরুন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা শিক্ষা অফিসারদের ভবন চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করে ঝুঁকিপ‚র্ণ ভবন চিহ্নিত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। ঝুঁকিপ‚র্ণ ভবন চিহ্নিত করার জন্য প্রয়োজনে উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়। গত শনিবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ক্লাস চলার সময় ছাদের পলেস্তারা ও বিম ভেঙে পড়ে। এতে ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানসুরা নামে এক ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপরই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ