Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত

সীতাকুন্ডে সর্বোচ্চ ৭২ ঢাকায় ৫১ মি.মি.

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগসহ দেশের অধিকাংশ জেলায় গতকাল (সোমবার) হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে অনেক জায়গায় বিকট বজ্রপাত ও কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বজ্রপাত ও ঝড়ের কারণে হঠাৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে অনেক স্থানে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুন্ডে ৭২ মিলিমিটার।
এ সময় ঢাকায় ৫১ মি.মি., চট্টগ্রামে ৯, টাঙ্গাইলে ৪, নেত্রকোনায় ১৫, রাঙ্গামাটিতে ১৬, কুমিল্লায় ৩৮, ফেনীতে ৪১, কুতুবদিয়ায় ৯, শ্রীমঙ্গলে ১৮, রাজশাহীতে ৩২, বরিশালে ৩, পটুয়াখালীতে ১০, খেপুপাড়ায় ৩৪ মিলিমিটারসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ঝরেছে। খুলনা বিভাগে বৃষ্টিপাত তেমন হয়নি, রংপুর বিভাগে বিক্ষিপ্ত স্বল্প বৃষ্টি হয়েছে।
চৈত্র মাসের শেষ দিকে এসে হিমেল দমকা হাওয়ার সাথে বর্ষণের ফলে ভ্যাপসা গরম কেটে গিয়ে জনজীবনে এসেছে স্বস্তি। অনেককেই বৃষ্টিতে ভিজে গা শীতল করতে দেখা গেছে।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। এর পরের ৫ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পাারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ