পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০১৮ সনের হজ মৌসুমে সউদী আরবে নিন্মমানের বাড়ী ভাড়া করার অভিযোগে ধর্ম মন্ত্রণালয় ১০৩টি বেসরকারী হজ এজেন্সীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-৩) স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হলে অভিযুক্ত হজ এজেন্সীগুলোর মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। চলতি বছরের হজে কার্যক্রম কয়েক মাস আগেই শুরু হয়েছে। অভিযুক্ত এসব হজ এজেন্সীরও হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম প্রায় সম্পন্ন করা হয়েছে।
হাবের মহাসচিব ও হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান এম শাহাদাত হোসাইন তসলিম রাতে ইনকিলাবকে বলেন, ১০৩টি অভিযুক্ত হজ এজেন্সীর কারণ দর্শানোর নোটিশে কারো আতঙ্কিত হবার কিছু নেই। তিনি বলেন, এ বিষয়য়ে আমি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ , ধর্ম সচিব আনিছুর রহমান ও কাউন্সেলর হজ মাকসুদুর রহমানের সাথে কথা বলেছি। হাব মহাসচিব তসলিম বলেন, ১০৩ টি অভিযুক্ত হজ এজেন্সী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং চলতি বছর নির্বিঘ্নে হজের কার্যক্রম পরিচালনা করতে পারেন তার যথাযথ ব্যবস্থা নিব। এক প্রশ্নের জবাবে তসলিম বলেন, কাউন্সেলর হজ মাকসুদুর রহমান যে অভিযোগ উত্থাপন করেছেন তার কোনো যুক্তিকতা নেই। এ ধরনের অভিযোগ তুলে এজেন্সীগুলোর মধ্যে অহেতুক ভীতি সৃষ্টি করা হয়েছে। হজ এজেন্সীর স্বার্থ রক্ষা হাব মহাসচিব সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও উল্লেখ করেন।
হঠাৎ মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমান হজের দীর্ঘ ৮ মাস পরে এমন অভিযোগ পত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তার সঠিক জবাব কেউ দিতে পারছে না। বিধি অনুযায়ী কোনো হজ এজেন্সীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে হজের কার্যক্রম সম্পন্ন হবার পর পরই অভিযোগসমূহ দ্রুত ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।