Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 আসন্ন বর্ষা মৌসুমের পুর্বে নগরীর পানিবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম নিয়েছে। ১১ মার্চ থেকে শুরু হওয়া মাটি আর্বজনা উত্তোলনের জন্য ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেব ৭ এপ্রিল পর্যন্ত ৩৫ ওয়ার্ড থেকে ৪ হাজার ৮৯৫ টন মাটি উত্তোলন করেছে চসিক। নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডে এ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ক্রাশ প্রোগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। চসিকের নিজস্ব জনবল দিয়ে প্রতিদিন একসঙ্গে পাঁচ ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে নিয়োজিত রয়েছে ২৫০জন শ্রমিক।
নওয়াব ওয়ালীবেগ খাঁ মসজিদ
নগরীর চকবাজারে নওয়াব ওয়ালীবেগ খাঁ জামে মসজিদের পুননির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার মেয়র আ জ ম নাছির উদ্দীন ইটের গাথুনির মাধ্যমে মসজিদের পুননির্মাণ কাজ উদ্বোধন করেন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর এ মসজিদটির পুরাতন অবকাঠামো অক্ষুণœ রেখে নতুন মসজিদ নির্মাণে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালীবেগ খাঁ মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এএএম সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ