পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসন্ন বর্ষা মৌসুমের পুর্বে নগরীর পানিবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম নিয়েছে। ১১ মার্চ থেকে শুরু হওয়া মাটি আর্বজনা উত্তোলনের জন্য ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেব ৭ এপ্রিল পর্যন্ত ৩৫ ওয়ার্ড থেকে ৪ হাজার ৮৯৫ টন মাটি উত্তোলন করেছে চসিক। নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডে এ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ক্রাশ প্রোগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। চসিকের নিজস্ব জনবল দিয়ে প্রতিদিন একসঙ্গে পাঁচ ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে নিয়োজিত রয়েছে ২৫০জন শ্রমিক।
নওয়াব ওয়ালীবেগ খাঁ মসজিদ
নগরীর চকবাজারে নওয়াব ওয়ালীবেগ খাঁ জামে মসজিদের পুননির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার মেয়র আ জ ম নাছির উদ্দীন ইটের গাথুনির মাধ্যমে মসজিদের পুননির্মাণ কাজ উদ্বোধন করেন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর এ মসজিদটির পুরাতন অবকাঠামো অক্ষুণœ রেখে নতুন মসজিদ নির্মাণে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালীবেগ খাঁ মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এএএম সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।