Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা আজ সোমবার থেকে সারাদেশে শুরু হবে। সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে সর্বমোট ১ হাজার ৪৮২টি কেন্দ্রে (দরসিয়াত, হিফয ও ক্বিরাআত) ১ লাখ ৫২ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন বলে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবূ ইউসুফ আল-মাদানী জানিয়েছেন। গতকাল রোববার এক বৈঠকে বেফাকের মহাসচিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস দু’আর মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে আঞ্জাম দেয়ার জন্য বোর্ডের সকল স্তরের দায়িত্বশীল এবং সকল মাদরাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও সহকারী মহাসচিব মুফতী নূরুল আমীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ