Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক : আজ গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

একাদশ জাতীয় নির্বাচন পরবর্তী দলের ভবিষ্যত করণীয় ঠিক করতে আজ বৈঠকে বসছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ। বৈঠকে দলের নানা ভুল ত্রæটি শুধরে আগামীর পথচলা সুন্দর ও সাবলীল করতে নেতাকর্মীদের প্রতি দিক-নির্দেশনা দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের কর্মসূচী, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত না করার ইস্যুতে আইন পরিবর্তন নিয়ে আলোচনা, ২১তম জাতীয় সম্মেলন, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা, তৃণমূল সংগঠনের সম্মেলন, কোন্দল-বিশৃঙ্খলা দূর করতে করণীয়, উপজেলা নির্বাচন পরবর্তী মূল্যায়ন, নির্বাচনে নৌকার বিরোধীতা করা এমপি-মন্ত্রী ও জেলা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ আগামী এক বছরে দলের কর্মসূচী ঠিক করতে গাইডলাইন বা দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
দলের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ২১তম জাতীয় সম্মেলন ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন। কারণ যেহেতু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ তাই সম্মেলনের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে এটাই দলের ভিতরে বাইরে মূল আলোচনা। বৈঠকে সম্মেলন কবে হবে তার নির্দিষ্ট দিন তারিখের ঘোষণা আসতে পারে। ডিসেম্বরের কোন একটি তারিখে সম্মেলনের দিন নির্ধারণ করা হতে পারে।
আর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন দল ও দেশের ঐতিহ্যের একটি অংশ। সারাদেশে দল ও সরকারের সমন্বয়ে জাকজমকপূর্ণভাবে বিভিন্ন আয়োজনে জন্মশত বার্ষিকী উদযাপনে কী কী করণীয় এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী। এরপর তৃণমূলকে সংগঠিত করতে যে আটটি টিম গঠন করা হয়েছে সেই টিমগুলো সংশ্লিষ্ট বিভাগে দলের নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচী ঠিক করবেন।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হবার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। নীতি-নির্ধারকরা এ বিষয়ে ভাবছেন, জাতীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে আর স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবে অন্য প্রতীকে অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে যেহেতু বিএনপি অংশ নিচ্ছে না আর এ নির্বাচনে দলের একজনকে মনোনিত করলে তৃণমূল সংগঠনে বিভক্তি তৈরী হচ্ছে তাই দলীয় প্রতীকে নির্বাচন না করার বিষয়ে আগ্রহী নেতারা। তাই স্থানীয় সরকার নির্বাচন আইন পরিবর্তনের জন্য আলোচনা হবে বৈঠকে।
সূত্র জানায়, এ বৈঠকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল-আলম হানিফকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হলেও দল থেকে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে বলা হয়নি। তবে মাহবুবউল-আলম হানিফকে ভারপ্রাপ্ত হিসেবে নেতাকর্মীরা প্রচার করেছেন। এরমধ্যে গত ২ এপ্রিল দলের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমবারের ন্যায় হানিফকে ভারপ্রাপ্ত উল্লেখ করা হয়। আজকের এই বৈঠকে হানিফকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এছাড়া বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন করা হবে। নৌকার মনোনয়ন প্রাপ্তদের বিরুদ্ধে যে সকল এমপি ও মন্ত্রী কাজ করেছেন তাদের বিষয়ে শৃঙ্খলা ভঙ্গের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যে দলের সভাপতিমÐলীর বৈঠকে দলীয় সভাপতি এ বিষয়ে প্রতিবদেন তৈরী করতে নির্দেশ দিয়েছিলেন। সূত্র জানায়, উপজেলা নির্বাচনে প্রায় ৬০ জন এমপি এবং ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন তৈরী করা হয়েছে।
এদিকে তৃণমূল সংগঠনকে ঢেলে সাজাতে দৌড়ঝাপ চালাবে আওয়ামী লীগ। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ ও সভাপতিমÐলীর সদস্যদের নেতৃত্বে আটটি টিম গঠন করেছে ক্ষমতাসীনরা। শীঘ্রই তৃণমূলে সফরে নামবে টিমগুলো। তৃণমূলকে সাজাতে সর্বশেষ কবে জেলা, পৌরসভা, উপজেলা ও থানায় সম্মেলন হয়েছে তা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। যেসব জেলা ও উপজেলায় এক যুগের বেশি সময় ধরে সম্মেলন হচ্ছে না সেখানে সবার আগে সম্মেলন করার প্রস্তুতি নেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ইনকিলাবকে বলেন, তৃণমূল সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে গাইড লাইন দেবেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ইনকিলাবকে বলেন, বৈঠকে আগামী জাতীয় সম্মেলন, উপজেলা নির্বাচন পরবর্তী মূল্যায়ন, তৃণমূলের বিশৃঙ্খলা দূরীকরণের বিষয়ে গাইনলাইন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হয়ে সাধারণ ভাবে হবে তাহলে এ নিয়ে বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



 

Show all comments
  • নাহিদা সুলতানা ৫ এপ্রিল, ২০১৯, ৪:০২ এএম says : 0
    সকল বিষয়ে আজ গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী
    Total Reply(0) Reply
  • রফিকুল ইসলাম ৫ এপ্রিল, ২০১৯, ৪:০৩ এএম says : 0
    বেপরোয়া নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে থামানো খুব জরুরী
    Total Reply(0) Reply
  • লোকমান ৫ এপ্রিল, ২০১৯, ৪:০৪ এএম says : 0
    আওয়ামীলীগ দেশের নির্বাচন ব্যবস্থার ১২টা বাজিয়ে দিয়েছে।
    Total Reply(0) Reply
  • পথিক ৫ এপ্রিল, ২০১৯, ৪:০৫ এএম says : 0
    দেশে নির্বাচনের নামে যা হচ্ছে তাতে আসলেই অবাক হওয়া ছাড়া কোন উপায় নেই।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৫ এপ্রিল, ২০১৯, ১:২০ পিএম says : 0
    আজ কি ভোট চুন্নির গাইডলাইন? বাহ সকল ভোট চুর চুন্নিদের গ্রেপ্তার করা হোক। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৬ এপ্রিল, ২০১৯, ১২:১৮ এএম says : 0
    বিশ্ব বরণ্য নেতা দক্ষিণ এশিয়ার দক্ষ রাজনৈতিক নেতা দেশ ও জাতির আশা আশঙ্কার ঠিকানা। বিশ্বের মাঝে মানবতার মায়ের নামে সম্মানিত। মাননীয় প্রধান মন্ত্রীর গতিশীল ব্যক্তিত্বে। দেশ আজকে উন্নয়নের রোল মডেল।এই মহান স্বপ্নের নেতার প্রয়োজন ছিলো বাংলাদেশে।য়ার আচরণে শুভা পাই শিশুর সহজতা। ব্যক্তিত্ব ও আদর্শে শোভাপায় পর্বতের মহান মৌনতা। এই ধরনীতে মমতা ময়ী মা আপনাকে শত শহস্র অভিনন্দন সালাম। জাতির পিতার সোনার বাংলার রাজসিংহাসনে রাজার মত থাকুন। দেশ জাতির লক্ষ কোটি সাধারণ মানুষের এই আশা প্রত্যাশা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ