পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তেঁতুলিয়ায় অসহনীয় বিদ্যুতের লোডশোডিং হওয়ায় শিক্ষার্থীসহ গ্রাহকরা দুর্ভোগে পড়েছে। গ্রাহকরা জানায়, একটু আকাশ মেঘলা বা ঝড়-বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
গত কদিন থেকে ঘনকালো মেঘ দেখা দিলেও তেমন কোন ঝড়-বৃষ্টি হয়নি। কিন্তু বিদ্যুতের চরম ঘনঘন লোডশোডিং এ জনমনে অশান্তির সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে লাইন মেরামতের নামে মাইকিং করেও লোডশোডিং রাখেছে। সকাল ৭/৮ টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সন্ধ্যা সাড়ে ৫/৬ টা পর্যন্ত। এভাবে দিনে গড়ে প্রায় ৫ থেকে ৬ ঘন্টার কম বিদ্যুৎ থাকে এবং বেশির সময় বিদ্যুৎ বিভ্রাট লেগেই থাকে। এছাড়া দুপুর ও প্রথম সন্ধ্যায় বিদ্যুতের অব্যাহত লোডশেডিং যেন নিয়মে পরিণত হয়েছে। এভাবে বিদ্যুতের ভোল্টেজ আপ-ডাউন করার কারণে ফ্রিজ, ফটোকপিয়ার মেশিন, কম্পিউটার ব্যবসায়ী ও গ্রাহকদের মূল্যবান যন্ত্রপাতি বিকল হয়ে পড়ছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও লেখাপড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে চৈত্রের ভেপসা গরমে হাসপাতালে ভর্তি রোগী মা ও শিশুদেরও চরম অসুবিধা হচ্ছে।
এ ব্যাপারে তেঁতুলিয়া আবাসিক প্রকৌশলী (বিউবো) আতিকুর রহমান বলেন, বরাদ্দকৃত ৬ মেগাওয়াট বিদ্যুৎ পুরোটাই এখন পাচ্ছি, শিল্প কারখানা থাকায় বিদ্যুতের বেশি প্রয়োজন হয়ে থাকে। স¤প্রতি প্রাকৃতিক দুযোর্গসহ টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য সরবরাহে কিছুটা বিভ্রাট ঘটছে। কয়েকদিনের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে। তবে চাহিদার তুলনায় বরাদ্দ খুবই কম হওয়ায় জনসাধারণের চাহিদা মেটাতে আমরা হিমশিম খাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।