Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নি নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীতে একর পর এক অগ্নি দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে গত ২৮ মার্চ বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে ২৬ জন নিহত ও ১৩০ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। একইসঙ্গে রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিদুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অনুশাসন দেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। অগ্নিদুর্ঘটনা এড়াতে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসনগুলো হচ্ছে, ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স নিয়ে হাইরাইজ বিল্ডিং নির্মাণ করতে হবে এবং অগ্নিদুর্ঘটনা এড়ানোর পরামর্শগুলো মানা হচ্ছে কিনা সেগুলোর নিয়মিত মনিটরিং করতে হবে। ভবনগুলোর অগ্নিনিরোধক সিস্টেম বা ক্লিয়ারেন্স প্রতি বছর নবায়ন করতে হবে। আবাসিক ও বাণিজ্যিক সব ভবনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ করতে হবে এবং এর কোনও ব্যত্যয় সহ্য করা হবে না। বিভিন্ন ভবন বা প্রতিষ্ঠানে নিয়মিত ফায়ার ড্রিল করতে হবে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। অগ্নিকান্ডের সময় ধোঁয়া নিয়ন্ত্রণের কোনও উপায় আছে কিনা তা খুঁজে বের করতে হবে। কারণ আগুনে পোড়ার চেয়ে ধোঁয়ার কারণেই বেশি নিহতের ঘটনা ঘটে। রাজধানীতে প্রায়ই পানির অভাবে আগুন ঠিকমতো নেভানো যায় না। এজন্যই আগুনের কথা মাথায় রেখে রাজধানীতে পর্যাপ্ত জলাশয় ও জলাধার তৈরি করতে হবে।
রাজধানীর আশপাশের লেকগুলো সংরক্ষণ করতে হবে। অগ্নিকান্ড বা অন্যান্য দুর্ঘটনায় ২৩ তলা পর্যন্ত পৌঁছানোর উপযোগী লেডার/লম্বা সিঁড়ি তিনটি আছে ফায়ার সার্ভিসের। এর সংখ্যা বাড়াতে হবে। বাসাবাড়ি, অফিস বা বাণিজ্যিক ভবন নির্মাণ করতে হবে চারপাশে দরজা-জানালাসহ এবং শত ভাগ ফায়ার এক্সিট নিশ্চিত করতে হবে। বৈদ্যুতিক দরজা পরিত্যাগ করে অন্য দরজা লাগাতে হবে যাতে বিদ্যুৎ না থাকলে বা দুর্ঘটনার সময় তা খোলা যায়। ভবনের চারপাশে জাল লাগানো সিস্টেম থাকতে হবে। কেউ যাতে ওপর থেকে পড়ে মারা না যায় সেজন্য এই ব্যবস্থা রাখতে হবে। হাসপাতাল ও স্কুলে অবশ্যই বারান্দা রাখতে হবে যেন কোনও দুর্ঘটনার সময় মানুষ আশ্রয় নিতে পারে।
ইন্টেরিয়র ডিজাইনাররা জায়গা বাঁচাতে ভবনের ভেতর সব জায়গা বন্ধ করে ডিজাইন করে। এরকম কোনও ডিজাইন করা যাবে না। মানুষ যেন অবাধে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। দুর্ঘটনার সময় মানুষ যাতে লিফট ব্যবহার না করে সেজন্য সচেতনতা বাড়াতে হবে। যে কোনও ভবনে আশা-যাওয়ার জন্য একাধিক দরজা রাখতে হবে। ভবনে প্রবেশের একটা দরজার সিস্টেম পরিহার করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব আরো জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে গণপূর্তমন্ত্রী জানিয়েছেন, ২৪টি টিম রাজধানীর প্রতিটি ভবন পরিদর্শন করবে। ভবনগুলোতে অগ্নিদুর্গটনা এড়াতে নিরাপত্তামূলক পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা তা তারা দেখবে। তারা প্রয়োজনীয় নির্দেশনাও দেবে।
বনানীর অগ্নিকান্ডে হতাহতে মন্ত্রিসভার শোক
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লাগে। আগুনের ঘটনায় এক শ্রীলংকান নাগরিকসহ গতকাল পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১৩০ জন আহত হন।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অনাকঙ্খিত এই দুর্ঘটনায় জাতি গভীরভাবে শোকাহত। দেশবাসীর সঙ্গে মন্ত্রিসভা এই মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।



 

Show all comments
  • Mosarrof Hosain ২ এপ্রিল, ২০১৯, ১:৫১ এএম says : 0
    আশা করি সবাই মানবেন
    Total Reply(0) Reply
  • Khan Hemayet Uddin Himu ২ এপ্রিল, ২০১৯, ১:৫২ এএম says : 0
    ম্যাডাম আপনাকে ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • আশিক জাহিন ২ এপ্রিল, ২০১৯, ২:১৯ এএম says : 0
    সব যদি প্রধানমন্ত্রীকেই করতে হয়, তবে মন্ত্রীরা কি জন্য আছে??
    Total Reply(0) Reply
  • বেলী আফরোজ ২ এপ্রিল, ২০১৯, ২:২০ এএম says : 0
    জনগণ তো সব মেনে নেয়। কিন্তু বাস্তবায়নের দায়িত্ব যাদের হতে ওরা তো ঘুষ খোর আর দুর্নীতি বাজ। তাহলে কতটা বাস্তবায়িত হবে এসব কথা।
    Total Reply(0) Reply
  • Aynul Chowdhury ২ এপ্রিল, ২০১৯, ২:২১ এএম says : 0
    নির্দেশনা সবাই দিতে পারে কিন্তু কাজ বাস্তবায়নের মানষিকতা সবার থাকে না , সবার দৃস্টি দূর্নীতির দিকে , আর বিদেশে সম্পদের পাহাড় গড়তে ।
    Total Reply(0) Reply
  • Riyad ২ এপ্রিল, ২০১৯, ২:২২ এএম says : 0
    আপনাকে ধন্যবাদ জানাই তাড়াতাড়ি জরুরী আধুনিক যন্ত্রপাতি কেনার ব্যবস্থা করেন। আগে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। মানুষ বাচলে দেশ বাচবে।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২ এপ্রিল, ২০১৯, ৫:০৪ এএম says : 0
    অতি সত্বর চলে যাও। পদত্যাগ করো। এ অগ্নি তুমাদের জন্যই। অগ্নি তুমাদেরকে ঘেরাও করিবে। কারণ অগ্নি মিত্যাবাদীদের জন্য গজব স্বরুপ। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ