পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহান স্বাধীনতা-জাতীয় ও গণহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার বাদ যোহর বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতীব মুফতি মাওলানা হাফেজ মিজানুর রহমান।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী লাখ লাখ শহীদ ও ২ লাখ মা-বোন যারা দেশের জন্য সভ্রম হারিয়েছেন এবং যারা ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাম্প্রতিক সময়ে দেশের বনানী ও চকবাজারের অগ্নি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান । সচিবালয়ের বিপুল পরিমাণ মুসল্লি উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।