Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাস দাবিতে ঢাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:৩৭ এএম

নিরাপদ ক্যাম্পাস ও বহিরাগত কর্তৃক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ^বিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে যোগ দেন ডাকসুর কয়েকজন কেন্দ্রীয় নেতা। এর আগে গত মঙ্গলবার বহিরাগতদের দ্বারা পলাশী মোড়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থীরা হাত ভেঙ্গে যায়।
এরআগেও ক্যাম্পাসে বহিরাগতদের কর্তৃক সংগঠিত চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ হওয়ার নজির রয়েছে। তবে এবার শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে ক্যাম্পাসের ভিতরে যান চলাচল সীমিত করাসহ বহিরাগত নিয়ন্ত্রণের দাবি তুলেন ডাকসুর ৪ জন প্রতিনিধি। এরা হলেন সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিম অর্নি ও সদস্য তানভীর হাসান সৈকত। মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, মল চত্বর, ব্যবসায় অনুষদ, শ্যাডো, মধুর ক্যান্টিন হয়ে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, তাজুলের ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক। বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সে হামলার শিকার হয়েছে বলে জেনেছি। এর আগেও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে অসংখ্যবার আন্দোলন হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদের দাবিগুলো লিখিতভাবে আমাদের জানাও আমরা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে আমরা একমত পোষণ করছি। তাদের পাশে আমরা আছি। দাবিগুলো লিখিতভাবে আমাদের জানালে আমরা প্রশাসনে সঙ্গে কথা বলবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ