Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্বপ্না আমি বেঁচে আছি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

‘স্বপ্না আমি বেঁচে আছি। ক্রেন দিয়া নেমে এসেছি। তুমি এইদিকে আসো। বনানীর আগুন লাগা একুশতলা এফ আর টাওয়ার ভবনের ১৩ তলা থেকে বেড়িয়ে আসার পর ফুটপাথে বসে মোবাইল ফোনে এসব কথা বলছিলেন আরিফ নামে এক ব্যক্তি। তিনি ভবনটির ১৩ তলায় ডার্ড গ্রæপের ম্যানেজার অডিট হিসেবে কর্মরত ছিলেন।
আরিফ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময় আমাদের অফিসে ৭-৮ জন ছিলাম। আমরা পাঁচবার সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি। কিন্তু ধোঁয়া আর আগুনের তাপের কারণে নামা যাচ্ছিল না। চারদিকে অন্ধকার ছিল। আমরা আবার দৌঁড়ে অফিসের ভেতরে ঢুকে পড়ি।’ আরিফ বলেন, ‘বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অফিসের গামছা আর তোয়ালে ভিজিয়ে মুখের ওপর ধরে রেখেছি সবাই। আর কিছুক্ষণ থাকলে হয়তো বাঁচতাম না।’
আরিফ বলেন, ‘একপর্যায়ে গাস ভেঙে হাতে ইশারা করতে থাকলে ফায়ার সার্ভিসের ক্রেন জানালার কাছে যায়। তারপর ক্রেন দিয়ে প্রথমে আমি আর ইকবাল নামে একজন নেমে আসি। অন্যরা পরে নামতে পেরেছে কিনা তা বলতে পারছি না।’
গতকাল অগ্নিকাÐের পর বনানীর স্টার কাবারের পাশে ফুটপাথের পাশে বসে সাংবাদিকদের এসব কথা বলছিলেন আরিফ। ঘটনার একটু পর সেখানে এসে উপস্থিতহ হন আরিফের স্ত্রী স্বপ্না। তারা দু’জন একে-অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার ও সহকর্মীরা পরে তাদেরকে নিরাপদে নিয়ে চলে যান।
বাশার নামে আরেক ব্যক্তি জানান, তার অফিস ছিল ১৯ তলায়। তিনি ছাদে গিয়ে পাশের ভবনে চলে যান। পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ২১ তলা এফ আর টাওয়ারের নয়তলায় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।



 

Show all comments
  • Gm F Dulal ২৯ মার্চ, ২০১৯, ১:৫৭ এএম says : 0
    বাঙ্গালী যাবে কোথায় রাস্তায় গেলে গাড়িতে মরে, বাড়িতে থাকলে আগুনে পুড়ে মরে আর কত মরলে সরকারের টনক নড়বে,যে দেশে জীবনের দাম নাই সে দেশে পদ্মা সেতু মেট্রোরেল পাতাল রেল দিয়ে কি হবে?
    Total Reply(0) Reply
  • ধ্রুব তারা ২৯ মার্চ, ২০১৯, ২:০৩ এএম says : 0
    উন্নয়ন দিয়ে কি হবে আর মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে কি হবে, যদি না এই ভূমিতে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকে...!
    Total Reply(0) Reply
  • Amzad Hossain ২৯ মার্চ, ২০১৯, ২:০৯ এএম says : 0
    হে আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো
    Total Reply(0) Reply
  • Dolan ২৯ মার্চ, ২০১৯, ২:১১ এএম says : 0
    সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, তবু ও বলবো যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, আহতদের সুস্হতা কামনা করছি।
    Total Reply(0) Reply
  • Habib Ahamed ২৯ মার্চ, ২০১৯, ২:১২ এএম says : 0
    Alhamdulillah.
    Total Reply(0) Reply
  • Yeasin Munshi ২৯ মার্চ, ২০১৯, ২:১৫ এএম says : 0
    যতদিন পরিচালনা,পরিকল্পনায় সংস্কার,সংশোধন না হবে ততদিন শুধু ঢাকাবাসি নয়,সারা বাংলাদেশের মানুষের দুর্ভোগ শেষ হবেনা।
    Total Reply(0) Reply
  • Mubarak Husain ২৯ মার্চ, ২০১৯, ২:১৫ এএম says : 0
    রাখে আল্লাহ মারে কে ?
    Total Reply(0) Reply
  • Ibrahim Rahaman ২৯ মার্চ, ২০১৯, ২:৩৩ এএম says : 0
    ঢাকা শহরের অভিজাত এলাকাতেও আগুন নিভিয়ে মানুষের জীবন বাচানোর সক্ষমতা নাই যাদের, তারা বলে উন্নয়ন করে দেশ উদ্ধার করে দিচ্ছি। ১৯ তলা ভবনে আটকে পড়া মানুষকে মই পাঠিয়ে উদ্ধার করতে পারিনা কিন্তু সাড়ে তিন হাজার কোটি টাকায় ভাড়া করা স্যাটেলাইট মহাশুন্যে ছুড়ি। এদের লজ্জাও হয়না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ