Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ারলাইন্সগুলো যাত্রীদের জিম্মি করে তিন গুণ ভাড়া নিচ্ছে প্রেস ব্রিফিংয়ে-আটাব নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:৩৮ এএম

মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো যাত্রীদের জিম্মি করে তিন গুণ ভাড়া হাতিয়ে নিচ্ছে। এতে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যগামী কর্মীরা। বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে। গত ফেব্রæয়ারী মাস থেকে জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনা , দুবাই, দোহা, বাহরাইন, মাস্কাট, কুয়েত, সারজাহ রুটে এয়ারলাইন্সের আসন সংকট চরম আকার ধারন করছে। এ আসন সংকটের সুযোগে এয়ারলাইন্সগুলো তিনগুণ ভাড়া আদায় করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে এ বিষয়টি অবহিত করার পরেও কোনো সুরাহা হচ্ছে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন লাভজনক রুটে বিমানের অতিরিক্ত ফ্লাইট চালুর দাবী জানিয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার নয়া পল্টনস্থ আটাব সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আটাব সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব) একথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এয়ারলাইন্সের টিকিট সংকটের দরুণ যথা সময়ে কর্মস্থলে যেতে না পেরে চাকুরি হারানোর ঝুঁকিতে রয়েছে বিদেশ গমনেচ্ছুকর্মীরা। টিকিটের মূল্য বৃদ্ধির কারণে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, আটাবের সহ-সভাপতি আসলাম খান, আটাব মহাসচিব আব্দুস সালাম আরিফ, যুগ্ম-মহাসচিব সায়েম মো. হাসান, উপ-মহাসচিব নূরুল আলম শাহীন, আটাব নেতা বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, প্যান ব্রাইট ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহুল আমিন মিন্টু, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ ও মো. মোশাররফ হোসেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জেট এয়ারওয়েজ-এর ফ্লাইট ক্রমাগত বাতিল হওয়ায় সউদী আরবে ওমরাযাত্রীরা আটকা পড়েছেন। ফলে এসব ওমরাযাত্রী দেশে আসতে পারছে না। এমিরেটস এয়ার ও কাতার এয়ারলাইন্সও আগামী মাস থেকে তাদের ফ্লাইট কমিয়ে দিবে। ওমরাযাত্রীও দিন দিন বাড়ছে। এতে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সের সংকট প্রকট আকার ধারণ করছে। সিডিউল ফ্লাইটের বাইরে উল্লেখিত রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করতে হবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে এভিয়েশন সেক্টরে নজরদারি বাড়াতে হবে। দুর্নীতি বন্ধে বিমানের রিজার্ভেশন ব্যবস্থার উপর নজরদারি বাড়াতে হবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ