Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

কারণ জানতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর সভা আজ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। অবৈধ মজুদ যাতে কেউ করতে না পারে সে জন্য রয়েছে পৃথক মনিটরিং। কিন্তু তারপরও আসন্ন রমজানকে সামনে রেখে হঠাৎ করেই দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, এর কোনো যৌক্তিক কারণ নেই। দেশে সব পণ্যেরই মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এরপরও বাড়ছে মাছ, গোশত, ডিম, তেল ও পেঁয়াজের মতো খাদ্যপণ্যের দাম। অনেকেরই অভিযোগ, সামনে রোজা; একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই মাসের জিনিসপত্রের অতিরিক্ত চাহিদার সুযোগ হাতছাড়া করতে চান না। তাই এই মূল্যবৃদ্ধি। একটি চক্র এর সঙ্গে যুক্ত। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিশেষ তদারকি টিম কাজ করছে বাজারে। তবে এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। উল্টো বেড়েই চলেছে নিত্যপণ্যের মূল্য। এতে বিপাকে পড়ছেন সমাজের কম আয়ের মানুষ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকারও।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুরো বিষয়টি জানতে জরুরি বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরই মধ্যে বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যবসায়ীদের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, আগামী মে’র প্রথম সপ্তাহে শুরু হচ্ছে রমজান। রমজানকে কেন্দ্র করে বাজারে কয়েকটি নিত্যপণ্যের চাহিদা বাড়ে। আর সেই চাহিদাকে কেন্দ্র করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অনৈতিক মুনাফার নেশায় মেতে ওঠে। কেউ কেউ পণ্য মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। এতে বাজার অস্থিতিশীল হয়। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে। তাই এবার রমজান শুরুর আগেই বাজারের দিকে নজর দিতে চায় সরকার। পণ্যের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি যাতে কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যে রাখতে চায় সরকার।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর বলেন, ব্যবসায়ীরা রমজানের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ান। তাই রমজান আসার আগেই এ বিষয়টি নিয়ে কঠোর মনিটরিং করে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ঠিকমতো বাজার মনিটরিং না করলে সুবিধাবাদী একটি সিন্ডিকেট তৈরি হয়। তাই এখন থেকেই গভীরভাবে বাজার পর্যালোচনা করা উচিত সরকারের।
বাজার ঘুরে দেখা গেছে, এরই মধ্যে বাড়তে শুরু করেছে কয়েকটি নিত্যপণ্যের দাম। এর মধ্যে পেঁয়াজ উল্লেখযোগ্য। গত কয়েক দিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৬ টাকা। ২২ থেকে ২৪ টাকা কেজি দরের পেঁয়াজ বেচা হচ্ছে ২৮ টাকা দরে।
এদিকে শীতের সবজি শেষ হয়ে গেছে। শেষ হয়েছে শীতকালীন বিভিন্ন প্রজাতির মাছও। গ্রীষ্মকালীন সবজি এখনও আসেনি বাজারে। সামনে রমজান। এসব কারণে বাজারে সব ধরনের সবজিসহ মাছ ও ডিমের দাম বেড়েছে অনেকটাই। বাজারে এখন ৬০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। করল্লার কেজি ১০০ টাকা। ঢেঁরস বেচা হচ্ছে ৮০ টাকা দরে। প্রতিদিন বাড়ছে ডিমের দাম। এই সুযোগে কিছুটা বেড়েছে চালের দাম। ব্যবসায়ীরা বলেছেন, রোজার সময় ডাল, তেল, পেঁয়াজ, চিনির বাড়তি চাহিদা সৃষ্টি হয়। তাই এসব নিত্যপয়োজনীয় পণ্যের দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। কাপ্তান বাজারের খুচরা ডিম বিক্রেতা জামাল হোসেন বলেন, আমরা কিছুই জানি না। পাইকারি বাজারে বেড়েছে, তাই আমরাও বাড়তি দামে বিক্রি করছি। একই বাজারের পাইকারি ব্যবসায়ী রফিক হোসেন বলেন, খামারে দাম বেড়েছে। তাই আমরাও বাড়িয়েছি।
গাজীপুর বোর্ড বাজারের সোহাগ পোল্ট্রি ফার্মের মালিক স্বপন সরকার বলেন, হ্যাচারিতে এক দিনের বাচ্চাসহ মুরগির ওষুধ, খাদ্য ও শ্রমিকের মজুরি বেড়েছে, বেড়েছে পরিবহন ব্যয়। দাম না বাড়িয়ে উপায় কী! আমাদেরও তো বাঁচতে হবে!
কাওরান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ী লাল মিয়া জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম হলে বাজারে নিত্যপণ্যের দাম বাড়বে। তবে এখন পর্যন্ত পণ্যের সরবরাহে কোনো প্রকার সমস্যা নেই। তবে অবৈধ মজুদ যাতে কেউ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, চাহিদার তুলনায় দেশে সব ধরনের পণ্যের মজুদ সন্তোষজনক। দেশে কোনো পণ্যের ঘাটতি নেই। সব ধরনের পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, শুধু রমজানে নয়, সারাবছরই দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, দাম বাড়বে না। এর জন্য যা করার প্রয়োজন, তা-ই করা হবে। কেউ যাতে বাজার অস্থির করতে না পারে, সে বিষয়ে সরকারের সব সংস্থা একযোগে কাজ করবে।
ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে ব্যবসায়ীদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হবে। কোনো পণ্যের সবররাহে ঘাটতি না থাকলে দাম বৃদ্ধির কোনো কারণ নেই, তা নিশ্চিত করা হবে।
প্রতি বছরই রমজান মাস শুরু হওয়ার আগে একটি কুচক্রী মহল অধিক মুনাফার আশায় বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর চেষ্টা করে। তাই আসন্ন রমজানে বাজার মনিটরিং সিস্টেম জোরদার করতে সরকার গঠিত বাজার মনিটরিং কমিটিগুলোকে সরকার পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ