Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানা আয়োজনে ঢাবি পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও ৪৯তম জাতীয় দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার নানা কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণ ও রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করাসহ কার্জন হল ও টিএসসিতে করা হয় আলোক সজ্জার ব্যবস্থা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের মধ্যে করা হয় মিষ্টি বিতরণ। এছাড়া দিবসটি উপলক্ষে মসজিদে বিশেষ মোনাজাত ও ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। বিকেলে বিশ্ববিদ্যালয় সংগিত বিভাগের আয়োজনে টিএসসিতে ছিলো স্বাধীনতা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে আলাদাভাবে কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এদিন ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আলাদাভাবে স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ভোরে একাত্তরে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। এ সময় ভিসি মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। সব সূচকেই বাংলাদেশের অবস্থান ঈর্ষণীয়। আমাদের বিদেশি বন্ধুরা যখন বাংলাদেশে আসে, তখন তারা এ দেশের উন্নয়ন দেখে ঈর্ষা করে। ঢাবি ভিসি বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও শতবর্ষে পা রাখবে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বক্তব্যে ভিসি গুজবের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সমাজের সবচেয়ে বড় খারাপ দিক অপতথ্য দিয়ে গুজব ছড়ানো। ১৯৭১ সালে পাকিস্তানের দোসর রাজাকাররা এসব গুজব ছড়াতো। অপতথ্য বড় অর্জনকেও ম্লান করে দেয়। দিবসটি উপলক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান, কবিতা, নৃত্য পরিবেশন এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে নাটক মঞ্চায়ন করা হয়।
স্বাধীন বাংলাদেশেও গণতন্ত্রকে শৃঙ্খল করার চেষ্টা করা হয়েছে, ভিপি নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর বলেছেন, স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময় গণতন্ত্রকে শৃঙ্খল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবসমই এদেশের তরুণ ছাত্রসমাজ এর প্রতিবাদ করেছে। জাতির ক্রান্তিলগ্নে তরুণ সমাজ সবসময়ই পাশে ছিল, সোচ্চার ছিল। আগামীতেও থাকবে। গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় সেখানে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁন, ফারুক হাসান, ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন। ভিপি নুর বলেন, আমরা রাজনৈতিক দলাদলির বাংলাদেশ নয়, উন্নয়নের বাংলাদেশ চাই; যেখানে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। কোনো ধরণের সমস্যা ছাড়াই মৌলিক অধিকার ফিরে পাবে।
ছাত্রলীগের নানা কর্মসূচি
এদিকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। সংগঠনটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে স্মৃতিসৌধে ছাত্রলীগ ও সংগঠনটির প্যানেলে ডাকসুতে বিজয়ী নেতৃবৃন্দ আলাদাভাবে শহীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসব কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ হলে কালোরাত ও গণহত্যা দিবস পালন
১৯৭১-এর ২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে নিহত শহীদদের স্মরণে স্বাধীনতা দিবসের আগের রাতে হল প্রাঙ্গণে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই এ রাতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদদের স্মরণ করে এবং শ্রদ্ধা জানায়। এছাড়া হলটিতে সোমবারের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থাপনা শিল্প ও স্থিরচিত্র প্রদর্শনী, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, ব্ল্যাকআউট, গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা জ্ঞাপন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ