পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
খাদ্যে ভেজালকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছে প্রজন্ম সমাজকল্যাণ সংস্থা নামক একটি সংগঠন। গতকার শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের হাজারো সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো খাদ্যে ভেজাল। বর্তমানে খাদ্যে ভেজাল আমাদের জাতীয় জীবনে এক মহাদুর্যোগের নাম। তারা আরও বলেন, আমাদের সাধারণ মানুষের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট উদ্বেগ তৈরি হলেও এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট রেজাউল আলম নোমান, দফতর সম্পাদক মোসলেম উদ্দিন শুভ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।