Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিড়াল হত্যার দায়ে তরুণী কাঠগড়ায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

দুদিন বয়সী বিড়াল ছানাটিকে হত্যা করা হয় নির্মমভাবে। এরপর আবার হত্যার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করেন ইসরাত জাহান মেহজাবিন নামের এক তরুণী। রাজধানীর গোপীবাগের বাসিন্দা তিনি। খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কোন প্রাণীকে এভাবে হত্যার করার সুযোগ নেই আইনে। তার বিরুদ্ধে থানায় মামলা করেছে বন্য প্রাণি সংরক্ষক একটি সংগঠন। এ মামলায় আদালতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। অপরদিকে ইসরাতের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ জামিন আবেদন মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার ওই কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন দেবনাথ বলেন, ইসরাত জাহান দুইদিনের একটি বিড়াল ছানাকে নির্মমভাবে হত্যা করে। এরপর হত্যার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে। ভিডিওটি ফেসবুকে দেখতে পান প্রাণী সংরক্ষক কেয়ার ফর পাওয়াস নামে একটি সংগঠন। তারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন। বিড়াল ছানা হত্যার অভিযোগে সংগঠনের মহাসচিব জাহিদ হাসান ইসরাতের নামে মামলা করেন। তিনি আরও বলেন, ইসরাত খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার বাসা গোপীবাগের বাসিন্দা। তার দাবি সে ক্লাসের প্র্যাকটিকাল পরীক্ষার জন্য এ কাজ করেছিল। তার দাবি সে ক্লাসের প্র্যাকটিকাল পরীক্ষার জন্য এ কাজ করেছিল। কিন্তু এভাবে প্রাণি মেরে প্র্যাকটিকাল করার সুযোগ আইনে নেই। তার বিরুদ্ধে থানায় মামলা করেছে বন্য প্রাণি সংরক্ষক একটি সংগঠন। এ মামলায় শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়েছে। এ অপরাধে তাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নয়ন দেবনাথ বলেন, দুদিন আগে ওই তরুণী বিড়ালটিকে প্রথমে হত্যা করে। এরপর সে বাসার ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দেয়। যেখানে ময়লা ফেলা হয়েছে সেখানে পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে তন্নতন্ন করে খোঁজা হলেও বিড়ালটি পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ