Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

আবেদন ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির আদেশ

রাজৈর থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার চেয়ে করা আবেদন ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনকারী রাজৈর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মহসীন মিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও সুজিত চ্যাটার্জি। বিবরণী থেকে জানা যায়, ওসি জিয়াউল মোর্শেদ উপজেলা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোতালেব মিয়াকে বিজয়ী করতে নানাভাবে প্রভাব বিস্তার করছেন। তিনি গত ৩ মার্চ থেকে বিভিন্ন ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিদের থানায় ডেকে নিয়ে মোতালেব মিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে চাপ সৃষ্টি করছেন। যারা প্রচারণায় অংশ নেবেন না, তাদের মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেয়া হচ্ছে। ওসি নিজেও মোতালেব মিয়ার পক্ষে ভোট চাইছেন।
গত ৯ মার্চ ওসি জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার চেয়ে একই উপজেলার টেকেরহাটের পূর্বসরমঙ্গল এলাকার খোরশেদ মোল্লার ছেলে লিটন মোল্লা ইসিতে আবেদন করেছেন। ওই আবেদন এখনো নিষ্পত্তি করেনি। লিটন মোল্লার আবেদনে বলা হয়, ওসি জিয়াউল মোর্শেদ মাদারীপুর থানায় থাকাবস্থায় তার বিরুদ্ধে ঘুষের দাবিতে মহিলা ও শিশুর ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ওসি হাইকোর্টে হাজির হয়ে ক্ষমা চান। আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন ও তিরস্কৃত করেন। এছাড়া মাদারীপুর থানায় থাকতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ কারণে তাকে মাদারীপুর থানা থেকে প্রত্যাহার করা হয়। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে তাকে মাদারীপুর থানা থেকে সরিয়ে রাজৈর থানায় দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসি

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ