Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজাল খাদ্য কিংবা পণ্য সরবরাহ করলেই শাস্তি

সারাদেশে বিশ্ব ভোক্তা দিবস পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০২ এএম

নিরাপদ মানসম্মত পণ্য এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন আইনকে সম্মান দেখিয়ে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের লক্ষে ব্যবসায়ী এবং হোটেল মালিকদের প্রতি আহবান জানান। অন্যথায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজাল খাদ্য বা পণ্য সরবরাহ করলেই তাকে শাস্তি পেতে হবে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেণ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারী কর্মকর্তা, বালিকা ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বাজার কমিটির সদস্য, সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ প্রদান করেন অতিথি বৃন্দ। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন :
নাটোর : নাটোরে শোভাযাত্রা শেষে স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংস্থার উপপরিচালক সামশুল ইসলাম, এনডিসি অনিন্দ্য মন্ডল, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রইস উদ্দিন, দিঘাপতিয়া এমকে অনার্স কলেজ অধ্যাক্ষ আঃ রাজ্জাকসহ প্রমুখ।
নওগাঁ : নওগাঁয় র‌্যালির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজন করে। সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া নওগাঁর রাণীনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস।

সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী, প্রমূখ। শরীয়তপুর : শরীয়তপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, প্রমুখ।
ঝালকাঠি : ঝালকাঠি শহরে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফরিদ উদ্দিনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বক্তব্য রাখেন।
আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রহমান।
বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রমুখ। এছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গায় দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত হোসেন, সম্পাদক মো. আলমগীর কবীর।
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি আহম্মেদ কবীর হোসেন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুকালীতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া। =
রামগড়(খাগড়াছড়ি) : রামগড়ে তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, খাদ্য কর্মকর্তা জ্ঞানেন্দু চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রমুখ।
রামগতি (ল²ীপুর) : ল²ীপুরের রামগতিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ