Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষোলতেই নোবেল মনোনয়ন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

পরিবেশ রক্ষা নিয়ে যুবসমাজের চেতনা জাগিয়ে তোলার কাজ একা হাতে শুরু করেছিল গ্রেটা থানবার্গ। গত আগাস্টে তার শুরু করা সেই ‘ইয়ুথ স্ট্রাইক’ আন্দোলন সুইডেন থেকে আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১০৫টি দেশের ১৬৫৯টি শহরে। কয়েক লক্ষ কিশোর-কিশোরী, যুবক-যুবতী সুইডেনের এই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়িয়ে পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা গড়ে তোলার কাজ করছেন। সুইশ কিশোরীর সেই অসাধারণ উদ্যোগকে সম্মান জানিয়ে ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করেছে নোবেল কমিটি।
মনোনয়ন পেয়ে টুইটারে গ্রেটার প্রতিক্রিয়া, ‘এই মনোনয়নে আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আমরা এটা চালিয়ে যাব যতদিন লাগবে।’ নরওয়ের সমাজকর্মী ফ্রেডি আন্দ্রে জানালন, ‘আমরা গ্রেটার নাম প্রস্তাব করেছি, কারণ এখনও যদি পরিবেশ বাঁচাতে আমরা সচেষ্ট না হই তাহলে তা যুদ্ধ, বিবাদ এবং শরণার্থীদের জন্ম দেবে। থানবার্গ একটা গণ আন্দোলন শুরু করেছে যা আমার মনে হয় শান্তির পথে একটা বিশাল অবদান।’ ২০১৪ সালে ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মালালা ইউসুফজাই। এবার গ্রেটা থানবার্গ এই পুরস্কার পেলে সেই হবে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কারপ্রাপক। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ