Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণশুনানির নামে জনগণের সাথে প্রতারণা হচ্ছে---- আমীর খসরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানির নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গ্যাসের দাম বার বার বাড়াচ্ছে। গণশুনানি হচ্ছে- কত বড় একটা প্রতারণা দেখেন! গণশুনানির নাম দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এর থেকে বড় প্রতারণা কী হতে পারে? কত গুণ বাড়াচ্ছে! গতকাল (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, আমি সরকারি পরিসংখ্যান দেখে বলছি, গত ১০ বছরে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, মানুষের প্রকৃত আয় কমে গেছে। তার উপরে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন। সব কিছু আপনি যে, দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ তাদের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সব কিছু উপেক্ষা করে যেহেতু তাদের জবাবদিহি নেই, তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের মানুষের সমস্ত সম্পদ এখন কয়েক শতাংশ মানুষের হাতে পুঞ্জিভূত হচ্ছে। এরা হাজার কোটি, লাখ কোটি টাকার মানুষ হয়ে যাচ্ছে। এরা কারা আমরা সবাই জানি। এদের জন্য সরকারের সমস্ত নীতিমালা প্রণীত হচ্ছে। এদের সুবিধার্থে সরকার পরিচালিত হচ্ছে। এই যে একটা দেশে যে চক্র সৃষ্টি হয়েছে এই কয়েক শতাংশ ধনী লোক, কিছু সরকারি কর্মকর্তা-রাজনীতিবিদ- এদের যে একটা নেক্সাস।
তিনি বলেন, এরাই কিন্তু ব্যবসা-বাণিজ্য করছে, দেশও পরিচালনা করছে ওরা, দেশের সমস্ত নীতিমালা-সিদ্ধান্ত তারাই নিচ্ছে। দেশের মানুষের সাথে এর কোনো সম্পৃক্ততাই নেই। কারণ মানুষের তো মালিকানাই নাই। এই অবস্থায় গিয়ে আমরা যে পৌঁছেছি এটা হচ্ছে নিম্নগামী একটা যাত্রা। এটা কোথায় গিয়ে ক্রাস করবে, সেটা আমরা কেউ জানি না।
সরকার দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা ক্ষমতা দখল করেছে তারা (আওয়ামী লীগ সরকার) আজকে দিশেহারা। তাদের অ্যাকশন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দিশেহারা অবস্থানের অ্যাকশন। কারণ মানুষ যখন নিজের ওপর আস্থা হারিয়ে ফেলে তখন তার প্রতিদ্ব›দ্বীর সাথে সে রাজনৈতিকভাবে মোকাবিলা করে না, তাকে ধ্বংস করে দিতে চায়। কারণ সে রাজনৈতিকভাবে প্রকাশ করতে পারছে না বিধায় তাকে ধ্বংস করতে চায়। এজন্য বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে হবে, তারেক রহমান সাহেবকে ধ্বংস করতে হবে। কারণ তাদের (সরকার) প্রতিদ্ব›িদ্বতায় টিকে থাকার কোনো সুযোগ নাই। তারা জনগণের ভোটে যখন নির্বাচিত হবে না তখন রাত্রে তাদের ব্যালট বাক্স ভর্তি করতে হবে, পরের দিন তাদের পোলিং স্টেশন দখল করতে হবে এবং সেই কাজ করার জন্য তারা একটি প্রকল্প সৃষ্টি করেছে। সা¤প্রতিক নির্বাচনগুলোতে আপনারা সেটা দেখেছেন।
আমীর খসরু বলেন, রাজনৈতিক প্রতিদ্ব›িদ্বতায় আজকে বিএনপির সামনে তাদের (আওয়ামী লীগ) টিকে থাকার সুযোগ নাই। আজকে আমরা (বিএনপি) অনেক বেশি শক্তিশালী। আমাদের নেতা-কর্মীদের ত্যাগ-তিতিক্ষা তারা বার বার প্রমাণ করেছে এবং ইদানিং যেসব নির্বাচন হয়েছে সেখানেও তারা প্রমাণ করেছে।
তিনি বলেন, যখন এক নায়কতন্ত্র তার চরম শীর্ষ পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন মনে করবেন তার ভঙ্গুরতাই সবচাইতে বেশি। তার পতন ততই কাছে এসেছে, তার পতন অনিবার্য এবং অতিসত্ত্বর তা হবেই। এই অবস্থার উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ থেকে নাগরিক কর্তব্য জোরদারের আহ্বান জানান তিনি।
সংগঠনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জেবা আমিন খান প্রমূখ বক্তব্য রাখেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ