পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পেশাগত বৈষম্যের পাশাপাশি নারী সমাজের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠায় নারী সাংবাদিকদের কাজ করার আহŸান জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গতকাল বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহŸান জানান। সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লেখক ও সমাজসেবী নূরজাহান বোস, সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু ও কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক প্রমুখ। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নারী সাংবাদিকের সংখ্যা বেড়েছে। বিভিন্ন উচ্চ পদগুলোতেও তারা আসীন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।