পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এদেশে শ্রমিকরা বঞ্চিত ও অধিকারহারা হওয়ার অন্যতম কারণ ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন না থাকা। ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন এ কথা বলেছেন। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই নিহিত রয়েছে শ্রম ও কর্মজীবী মানুষের সার্বিক কল্যাণ। ইসলামী শ্রমনীতির অভাবে কল-কারখানায় শ্রমিকরা আন্দোলন করে হামলা, মামলা ও গ্রেফতারের শিকার হয়ে জেলে যেতে হচ্ছে। অপর দিকে ইসলামী শ্রমনীতির অভাবে মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে না। ফলে শ্রমিক-মালিক উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশকে বাচাঁতে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার লক্ষে আগামী ১৫ মার্চ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে জাতীয় শ্রমিক কনভেনশন’১৯ অনুষ্ঠিত হবে।
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন অর্ন্তভ‚ক্ত সংগঠন সমূহের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, হাফেজ মোঃ ওমর ফারুক, শহিদুল ইসলাম কবির, মুফতী মোবাশশীর হোসেন আলমগীর, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন নান্নু মুন্সি প্রমূখ।
শ্রমিক কনভেনশন প্রস্তুতি সভা
জাতীয় শ্রমিক কনভেনশন সফলে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মোহাম্মদপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় শ্রমিক কনভেনশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।