Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসুর ফলাফল অস্বাভাবিক

সংবাদ সম্মেলনে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর এজন্য তিনি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করেন। গতকাল (মঙ্গলবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এই ফলাফল অস্বাভাবিক ও অনেক অসামঞ্জস্য। ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হয়, তাদের ভিপি থেকে সদস্য পর্যন্ত একটা ফিক্সড প্যানেল ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু দেখা যাচ্ছে যে, ছাত্রলীগের ভিপি-জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের ভিপি-জিএসের মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য।
তিনি বলেন, সবমিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কারিগরি হয়েছে কিনা বা সেই কারিগরির কোনো ব্ল প্রিন্ট ফুলার রোডে ভাইস চ্যান্সলরের বাসভবনে হয়েছে কিনা এটা বলা যাবে দুই-একদিন পর। আগে সব ফলাফল নিয়ে বিশ্লেষণ করি দেখি। তবে এখন পর্যন্ত মনে হয়েছে এটা অস্বাভাবিকই বটে। খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ভয়ংকর প্রতিহিংসার আর জেদের কারণে উপযুক্ত সুচিকিৎসার অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে বেগম খালেদা জিয়ার জীবন। তাঁর স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটেছে। গত চারদিন তিনি অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে নামতে পারছেন না। হুইল চেয়ারে বসতেও তার কস্ট হচ্ছে। ঠিকমতো বসতে পারছেন না। তিনি অসুস্থতার যন্ত্রনায় দিনরাত্রী ভীষণ কষ্ট পাচ্ছেন।
ইউনাইটেড হাসপাতালে যাদের অধীনে সারাজীবন চিকিৎসা নিয়েছেন তাদের কাছেই খালেদা জিয়া চিকিৎসা নিতে চান জানিয়ে রিজভী বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতার মদমত্ততায় বিএসএমএমইউতে চিকিৎসা করাতে চায়। এটা দূরভিসন্ধিমূলক। সরকার প্রধান তার অসৎ অভিসন্ধী বাস্তবায়ন করতে চান বলে জনমনে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে অবৈধ শাষকগোষ্ঠী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয় রোগে আক্রান্ত। এখন প্রতিমুহুর্ত আতংকে তাঁর দিন কাটছে। তারা মনে করছে দেশনেত্রী চিকিৎসা নিতে গেলেও তারা ক্ষমতা হারাবেন। সরকারের আচরণে স্পষ্ট হয়ে গেছে যে, তারা ভুল ও বিনা চিকিৎসায় বেগম জিয়াকে নিঃশেষ করতে চায়।
ভোট ডাকাতির পর কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মিডনাইটে ভোট ডাকাতির পর সিটি করপোরেশন, উপজেলা-কোন নির্বাচনে এখন ভোটারতো দূরে থাক গরু-ছাগলও আসছে না। সরকার জনগণের চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। তারা এই সরকারকে এক মূহুর্তের জন্য আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশ এই অবৈধ সরকারের পদত্যাগ চায় এবং দেশনেত্রীর মুক্তি চায়।
বিএসএমএমইউতে আওয়ামী লীগের মতো বিএনপিরও ভরসা নেই মন্তব্য করে তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসার ওপরতো এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোন মন্ত্রীরই ভরসা নেই। এক বড় মন্ত্রীকে ভর্তির পর জীবনহানীর আশংকায় তাড়াহুড়া করে সিঙ্গাপুরে নিয়ে গেছে। সেখানে দেশনেত্রীর কোনভাবেই চিকিৎসা হতে পারে না। এই বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসার প্রতি সরকারের মন্ত্রীদের মতো আমাদেরও অনাস্থা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শামসুজ্জামান সুরুজ প্রমূখ। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ