Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেষ হলো একাদশ সংসদের প্রথম অধিবেশন

২৬ কার্যদিবসে ৫ বিল পাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। গতকাল সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশ পাঠ করে শুনান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের এই সংসদের প্রথম অধিবেশনে ২৬ কার্যদিবসে পাস হয়েছে মাত্র ৫াট বিল। প্রেসিডেন্ট স্বাক্ষরিত বিলগুলো হচ্ছে- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল- ২০১৯; বাংলাদেশ ইপিজেড শ্রম বিল- ২০১৯, পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) (সংশোধন) বিল-২০১৯, আরপিও সংশোধন বিল-২০১৯ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল- ২০১৯। এবার সর্বাধিক সংখ্যক সরকারি দলের এমপি প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা করেছেন। ৫০ ঘণ্টার অধিক সময় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা হয়েছে। গত ৩ মার্চ পর্যন্ত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ১১৫ জন এমপি ৩৩ ঘণ্টা ৪৭ মিনিট আলোচনা করেছেন। একাদশ সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া যায়। এরমধ্যে ৩০টি নোটিশ গ্রহণ করা হয়েছে এবং ১৮টি নোটিশ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিট করে আলোচনার নোটিশ ছিল ১৫৫টি। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১১৪টি প্রশ্ন পাওয়া যায় তার মধ্যে প্রধানমন্ত্রী ৪৬টি প্রশ্নের উত্তর দেন। এছাড়া অন্যান্য মন্ত্রীদের উত্তরদানের জন্য ২ হাজার ৩২৫টি প্রশ্ন পাওয়া যায়, এরমধ্যে ১ হাজার ৭৪৮টি প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ