Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবির ফজলুল হক হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অলিউর রহমান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলমি হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে প্রফেসর ড. মো. অলিউর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার সকালে ডাকসু নির্বাচনের একদিন আগে তাকে এ পদে নিয়োগ দেয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. এনামুজ্জামান। এদিন সকাল ১১টায় দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রফেসর ড. মো. অলিউর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে, গত শুক্রবার বিকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও হল সংসদে ছাত্রলীগ প্যানেল থেকে ভিপি-জিএস পদপ্রার্থীর দ্বারা মর্যাদাহানি হয়েছে অভিযোগ এনে হল প্রভোস্ট এর পদ থেকে ড. মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের কাছে পদত্যাগপত্র জমা দেন। ঐদিন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ পত্র গ্রহণের ব্যাপারে কিছু না বললে রোববার ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ