Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরুষরা এগিয়ে আসলে লৈঙ্গিক সমতা নিশ্চিত হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

লৈঙ্গিক সমতা নিয়ে আলোচনায় পুরুষদের অন্তর্ভুক্ত করা, লৈঙ্গিক বিষয়ে প্রথাগত ধারণা ভাঙার ক্ষেত্রে তাদের সাথে সংলাপের আয়োজন এবং তাদের পরিবর্তনের ধারক হিসেবে নিয়োজিত করতে পারলেই সমাজে লৈঙ্গিক সমতা নিশ্চিত হবে বলে মত প্রকাশ করেছে বিশ্লেষকরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্যানেল আলোচনায় অংশ নিয়ে তারা এ মত প্রকাশ করে। অনুষ্ঠানটির আয়োজন করে ইউএন উইমেন বাংলাদেশ ও বাংলাদেশের সুইডেন দূতাবাস। প্যানেল আলোচনায় অংশ নেন সুইডেন দূতাবাসের কাউন্সিলর আন্দেস ওরস্ট্রম, স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহমুদ এবং ইউনিলিভার বাংলাদেশের ক্যাটাগরি হেড অব হেয়ার কেয়ার জাহিন ইসলাম। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার এবং ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়ার উপস্থিতিতে আয়োজনটির উদ্বোধন করা হয়। আয়োজনে বাংলাদেশি বাবাদের সন্তানের যত্ম নেয়ার মূহূর্ত ও সুইডেনের জনপ্রিয় আলোকচিত্র শিল্পী জোহান বাভম্যানের তোলা ৪৭টি ছবি প্রদর্শন করা হয়। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার বলেন, সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দিকটি তুলে ধরতেই প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, পুরুষরা বাবা এবং জীবনসঙ্গীর দায়িত্ব সঠিকভাবে অনুধাবন করবে যা লৈঙ্গিক সমতা নিশ্চিত করে সমাজ গঠনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়ার বলেন, ইউএন উইমেন ‘হিফরসি’ পোগ্রামের মাধ্যমে ২০১৬ সাল থেকে লৈঙ্গিক সমতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এ ধরণের আয়োজনের মাধ্যমে সামনের দিনগুলোতে পুরুষদের সাথে আমরা এ ধরনের আরও অংশগ্রহণম‚লক আলোচনা করতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ