Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসানীর আল্টিমেটাম

হোসেন মাহমুদ | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আজ ৯ মার্চ। এদিন সকালে ঢাকায় এসে পৌঁছেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ন্যাপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দেশের পরিস্থিতি ও আন্দোলন বিষয়ে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের ওপর দায়িত্ব অর্পণ করা হয় সভায়।
এদিন বিকেলে পল্টন ময়দানে স্বাধীন বাংলা আন্দোলন সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত জনসভা থেকে মওলানা ভাসানী প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ২৫ মার্চের মধ্যে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা দেয়ার আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, অনেক হয়েছে আর নয়। তিক্ততা বাড়িয়ে আর লাভ নেই। লা-কুম দ্বী-নুকুম, ওয়ালিয়া দ্বীন (অর্থাৎ তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার)।
এ জনসভা থেকে জননেতা আতাউর রহমান খান শেখ মুজিবের প্রতি জাতীয় সরকার ঘোষণার দাবি জানিয়ে বলেন, আজ স্বাধীনতার প্রশ্নে আমাদের মাঝে আর কোনো কোন্দল, অনৈক্য বা ভুল বোঝাবুঝি নেই। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে (তৎকালীন জিন্নাহ হল) অনুষ্ঠিত ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ’-এর সভা থেকে জাতীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়। কমিউনিস্ট পার্টি (হক-তোহা) সশস্ত্র গেরিলা যুদ্ধের ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।
স্বাধীনতার সপক্ষের ছোট-বড় অন্যান্য রাজনৈতিক দলও বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঙ্গে একমত পোষণ করে ভিন্ন ভিন্নভাবে কর্মসূচি দিয়ে আন্দোলনে শরিক হয়। দেশের মুক্তিপাগল ছাত্র-যুবক, নারী-পুরুষ স্ব স্ব এলাকায় গড়ে তোলেন সংগ্রাম কমিটি বাঙালিদের মধ্যে যাদের দোনলা বন্দুক, রিভলবার, টুটু বোর রাইফেল ছিল এবং বিভিন্ন শুটিং ক্লাবের রাইফেল সংগ্রহ করে শুরু হয় লড়াইয়ের প্রশিক্ষণ।
এদিনে সামরিক কর্তৃপক্ষ রাজশাহী শহরে প্রতিদিন রাত ৯টা থেকে আট ঘণ্টার কারফিউ জারি করে। আওয়ামী লীগ এর প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে দেয়। এদিকে সরকারের তরফ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই ইয়াহিয়া খান ঢাকায় আসবেন বলে এদিন ঘোষণা করা হয়। শেখ মুজিবুর রহমানের আহ্বানে ঢাকা হাইকোর্টের বিচারপতিরা নবনিযুক্ত সামরিক গভর্নর লে. জেনারেল টিক্কা খানের শপথ অনুষ্ঠান পরিচালনা না করার সিদ্ধান্ত নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ