পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে মানুসি সিনেমা হলের সামনে একটি ৬ তলা ভবনে অগ্নিকান্ডেরর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নবাবপুরের ৪ নম্বর রোডের ৬ তলা বারিক প্লাজা ভবনের ৫ তলার তুলার গাইড ও ৬ষ্ঠ তলার একটি টায়ারের গোডাউনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
তিনি আরও বলেন, ৬ তলা ভবনের ৫ তলার সিঁড়ি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আগুন ৬ তলায় ছড়িয়ে পড়ে। তবে আগুনে ৫ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ৫ তলায় থাকা তুলার গাইডসহ আনুমানিক ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এছাড়া ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ৬ তলার টায়ারের গোডাউন বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।
উল্লেখ্য, গত ২০ ফেব্রæয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে। চুড়িহাট্টার অগ্নিকাÐের পর পুরান ঢাকা থেকে সব ধরণের কেমিক্যাল গোডাউন সরানোর কাজ শুরু হয়। এদিকে, প্রতিদিনই রাজধানীর কোথাও কোথাও না অগ্নিকাÐের ঘটনা ঘটায় রাজধানীবাসীর মধ্যে এক ধরণের আতঙ্ক কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।