পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, অসতর্কতা ও অব্যবস্থাপনার কারণেই চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার পুনরাবৃত্তি চাই না। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে ‘অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়োশনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাজী আবদুল জলিল। এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ, আয়োজক সংগঠনের পরিচালক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মাসুদ, এফবিসিসিআই এর পরিচালক হাফেজ মো. হারুন ও কয়েকশত কেমিক্যাল ব্যবসায়ী। সভায় অতি দাহ্য কেমিক্যাল রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ দেন মেজর শাকিল নেওয়াজ।
আলী আহমেদ খান বলেন, কেমিক্যাল যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভয়ঙ্কর। ফলে ছোট আগুনও বড় আকার ধারণ করতে পারে। এ জন্য কেমিক্যাল ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুরান ঢাকায় পর্যাপ্ত হাইড্রেন্ট পয়েন্ট ও ছোট ছোট ফায়ার স্টেশন স্থাপনের উদ্যগ নেয়া হবে। কেমিক্যাল কারখানা সরানোর আগ পর্যন্ত ব্যবসা করার লাইসেন্স দেয়া হবে কিনা ব্যবসায়ীদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সমন্বিত উদ্যগ। আমরা শুধু ফায়ার সেফটির বিষয়ে জোর দিতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।