পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কংগ্রেসে যোগ দিতে চলেছেন পতিদার আন্দোলনের তরুণ তুর্কি হার্দিক পটেল। সব কিছু ঠিকঠাক থাকলে ১২ মার্চ আনুষ্ঠানিক ভাবে রাহুল গান্ধীর উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দেবেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও সরাসরি এ কথা ঘোষণা করা হয়নি। তবে কংগ্রেস এবং পাতিদার আন্দোলন সমিতি সূত্রে খবর, খুব তাড়াতাড়ি হার্দিকের যোগ দেওয়ার কথা ঘোষণা করা হবে।
গুজরাতের এক কংগ্রেস নেতার কথায়, ‘এই বড় ঘোষণাটা করা হবে ১২ মার্চ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পর জন সংকল্প র্যালির শেষে।’ হার্দিকের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে উচ্ছ¡সিত কংগ্রেস কর্মী-সমর্থকেরাও। গুজরাতের কংগ্রেস সভাপতি অমিত চাভদা বলেন, ‘হার্দিক যদি কংগ্রেসে যোগ দিতে চান এবং লোকসভা নির্বাচনে লড়তে চান, তা হলে অবশ্যই তাকে স্বাগত। খুব ভাল একজন জনসংযোগকারী নেতা তিনি। যুব সমাজ এবং কৃষকদের মধ্যেও জনপ্রিয়।’
সবটা যদিও এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তার ঘনিষ্ঠ সূত্রে খবর, কংগ্রেসে যোগ দিয়ে হার্দিক লোকসভা নির্বাচনে জামনগর থেকে লড়তে পারেন। জামনগরে পটেল, মুসলিম এবং দলিত সম্প্রদায়ের লোকের সংখ্যা তুলনামূলক বেশি। জনপ্রিয়তার জেরে এই আসন থেকে তিনি জিতে যাবেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির পুনাবেন মাদাম এই আসনে বিজয়ী হোন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।