Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে দুই অঙ্কের: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১১:৪৬ এএম

আগামী পাঁচ বছরে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে বলে আশাপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, শেষ তিন বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.১১, ৭.২৮ এবং ৭.৮৬ শতাংশ। আমরা আশা করছি চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.১১ থেকে ৮.২৫ শতাংশ হবে। ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশাকরছি ২০৩০ সালের মধ্যে ৩১তম এবং ২০৪১ সালে ২০তম বৃহত্ অর্থনীতির দেশ হবো।

শেষ বছরে ২৮৭ হাজার বাংলাদেশি নাগরিক হজ ও ওমরাহ পালন করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর হজ ও ওমরাহ পালনের সংখ্যা বাড়ছে।

সৌদি আরবে ২.৮ মিলিয়ন বাংলাদেশি আছে উল্লেখ করে তিনি বলেন, শেষ বছরে আমরা সৌদি থেকে ২.৬ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স পেয়েছি, যা আমাদের মোট রেমিটেন্সের প্রায় ১৮ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ