পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আন্জুমানে রজভীয়া নূরীয়ার উদ্যোগে পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর আহ্বানে লালদীঘি ময়দানে ১০তম যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ আগামী শনিবার। মহাসমাবেশের পর বাদ মাগরিব থেকে অনুষ্ঠিত হবে তাফসীরুল কোরআন মাহফিল। সংগঠনের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধন করবেন সংসদ সদস্য দিদারুল আলম।
প্রধান বক্তা থাকবেন ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ আলী আব্বাস, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আইয়ুব খান। মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুল হক এবং সদস্য সচিব মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ এবং তাফসীরুল কোরআন মাহফিল সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।