Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ খুললেন টিনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

বাংলা টেলি ধারাবাহিকের একসময়ের পরিচিত মুখ টিনা দত্ত। পরে হিন্দি ধারাবাহিকে কাজ শুরু করেন তিনি। ‘উৎরান’-এ টিনা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই টিনা এ বার সহঅভিনেতা মোহিত মলহোত্রার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন মোহিত। গত রবিবার টিনা অভিযোগ করেন, একটি টিভি শো-এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় মোহিত খারাপ ভাবে তাকে স্পর্শ করেছিলেন। সাংবাদিকদের কাছে টিনা বলেন, ‘আমরা যখন টিভি শো-এর শুটিং করি, অনেক সমস্যা থাকে। ছোট, বড়, খারাপ অনেক সমস্যা। আমি আমার সমস্যাটা প্রোডাকশন টিমকে জানিয়েছি। মোহিত সংক্রান্ত সমস্যা। প্রোডাকশন টিম খুবই সাপোর্ট করেছে।’

যদিও টিনার এ হেন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মোহিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি অন্তরঙ্গ দৃশ্যে টিনার অস্বস্তি হয়েও থাকে, ও প্রথমে আমাকে কেন বলল না? আমরা যে সেটে শুট করছিলাম, ৫০ জন দেখছিলেন। সব কিছুই ক্যামেরায় ধরা আছে। এখানে তো লুকনোর কিছু নেই।’ মোহিত আরও জানান, প্রায় ১১ বছর ধরে তিনি সিনে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। টিনাও ভুল কথা বলছেন। এমনকি, বয়ান পরিবর্তন করছেন বলেও অভিযোগ করেছেন এই অভিনেতা। সূত্র: নিউজ এইট্টিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ