পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর চারদিন ব্যাপী ৫৯ তম জাতীয় কনভেনশন শেষ হয়েছে। গতকাল বিকালে রাজধানীর রমনায় আইইবি প্রঙ্গনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫৯ তম জাতীয় কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংদসের বিরোধীদলীয় উপ-নেতা প্রকৌশলী জি এম কাদের।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংদসের বিরোধীদলীয় উপ-নেতা জি এম কাদের বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীদের বড় অবদান রয়েছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং উন্নত দেশ গঠনে প্রকৌশলীদের আরও বড় ভূমিকা পালন করতে হবে। ভূমি, পুকুর এবং প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের অন্যতম প্রধান সম্পদ। এসব সম্পদ কোন উন্নয়ন কাজের কারণে যাতে নষ্ট হয়ে না যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে প্রকৌশলীদের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন বলেন, আমরা যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তখনও দেখেছি বড় বড় উন্নয়ন প্রকল্পে নন-টেকনিক্যাল লোক বসিয়ে রাখা হতো। সেসময়ও আইইবি এসব নিয়োগের প্রতিবাদ জানাতো। এখনও একই অবস্থা বিরাজ করছে। এ অবস্থা চললে টেকসই উন্নয়ত বাধাগ্রস্থ হবে। এসময় দেশের প্রকৌশলীদের সমস্যাগুলো নিয়ে জাতীয় সংসদে কথা বলার আশ্বাস দেন তিনি।
এর আগে দুপুরে আইইবির সেমিনার রুমে ৫৯তম কনভেনশন উপলক্ষে জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নতদেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। আর সে কাজগুলো দক্ষহাতে বাস্তবায়নে বড় ভূমিকা পালন করতে হবে প্রকৌশলীদের। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে আমরা সব ক্ষেত্রে স্বনির্ভর হতে চাই। দেশের যোগ্য প্রকৌশলী থাকলে বাইরের প্রকৌশলী এনে কাজ করাবো না। যেটা এখন অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে করাতে হচ্ছে।
আইইবির ৫৯তম কনভেনশনের সমাপনী দিনের দুটি পর্বেই সভাপতিত্ব করেন, আইইবির প্রেসিডেন্ট ও আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার, সম্পাদক শাহাদাত হোসেন শিবলু প্রমুখ। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।