Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসন্তি চাকমাকে এমপি পদ থেকে অপসারণের দাবি

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

তিন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমার বক্তব্যের প্রতিবাদে ও এমপি পদ থেকে অপসারণের দাবিতে রামগড়ে সচেতন পার্বত্যবাসী ব্যানারে বিক্ষোভ মানববন্ধন ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এর সহযোগীতায় স্থানীয় নেতারা সংবাদ সম্মেলন করেছেন। সম্প্রতি জাতীয় সংসদে দেয়া বক্তব্যে পাহাড়ে বসবাসরত বাঙ্গালী ও সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়ার অভিযোগে এই কর্মসূচিগ্রহণ করা হয়।
গতকাল সোমবার দুপুরে রামগড় উপজেলা প্রেসক্লাবে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার আহবায়ক ও জেলা কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখা যুগ্ম আহবায়ক শিহাব রহমান, সদস্য আজাদ রহমান, ফারুক হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি তিন পার্বত্য চট্টগ্রামের নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা সংসদে নির্ধারিত দেয়া স্বাগত বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালী সম্প্রদায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপবাদমূলক, মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী তুলে ধরেন। বাসন্তি চাকমা কর্তৃক সেনাবাহিনী ও পার্বত্য বাঙালীদের নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা প্রার্থণা ও তার অপসারণের দাবি জানান।



 

Show all comments
  • S M Emran Emran ৫ মার্চ, ২০১৯, ২:২১ এএম says : 0
    সহমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ