Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১১:৫৭ এএম | আপডেট : ১:৪৪ পিএম, ৩ মার্চ, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে পৌঁছেছেন। সামরিক বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে রোববার বেলা ১১টার পর রাজশাহী সেনানিবাসে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

ইনফ্যান্টি রেজিমেন্টাল সেন্টারে বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী এলেন তিনি। সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী- বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা প্রদান) অনুষ্ঠানে যোগদান করে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর লাঠি খেলা ও ডিসপ্লে উপভোগসহ ফটো সেশনে অংশ নেবেন। পরে রাজশাহীর সংসদ সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিন রাজশাহীতে তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। সেনানিবাস থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ