Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ধিত সময় শেষে পর্দা নামলো

নুর হোসেন ইমন | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

দু’দিনের বর্ধিত সময় শেষে গতকাল পর্দা নেমেছে বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ধারক অমর একুশে গ্রন্থমেলা-২০১৯, সেই সঙ্গে ভেঙ্গেছে ১ মাসের জন্য গড়ে উঠা লাখো বাঙালির মিলনমেলা। এরপর মাসব্যাপী মুখর থাকা বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আবারও ফিরে আসবে নিরবতা। লেখক পাঠক ও প্রকাশকদের আড্ডায় মুখর এ গ্রন্থমেলার জন্য বাংলা ভাষাভাষীদের ফের অপেক্ষায় থাকতে হবে এক বছর। গতকাল ২ মার্চ গ্রন্থমেলার বর্ধিত সময়ের শেষদিনে চারদিকে ছিল বিদায়ের আবহ। বিদায়ের সুর নাকি করুণ হয়। কিন্তু গতকালের গ্রন্থমেলা দেখলে একথা মেনে নেবে না কেউ। বরং অন্যান্য সময়ের চেয়ে দু’দিন বেশী সময় পাওয়ায় খোশ মেজাজে দেখা গেছে প্রকাশকদের। গতকাল মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর সরব উপস্থিতি দেখা যায়। এবারের বইমেলায় রেকর্ড সংখ্যক নতুন বই প্রকাশিত হয়েছে। এ বছরের বই মেলায় মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৪,৮৩৪টি। অন্যান্যবারের চেয়ে পাঠক ও দর্শকের উপস্থিতিও ছিল বেশি। ১ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর শুরুর দিন থেকেই জমে ওঠে গ্রন্থমেলা। শেষের দিকে প্রাকৃতিক দূর্যোগে কিছুটা ছন্দ পতন হলেও বর্ধিত দু’দিনে তা পুষিয়ে নিয়েছে প্রকাশকরা। এর আগে গত বৃহস্পতিবার ছিল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। বৈরী আবহাওয়ার কারণে শেষ সময়ে কিছুটা বিপাকে পড়ায় লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ২ মার্চ পর্যন্ত মেলার সময বাড়ানো হয়। এতে প্রকাশকদের পাশাপাশি বইপ্রেমি ও দশনার্থীদেরও আনন্দ প্রকাশ করতে দেখা যায়। গতকাল অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন মেলা চলে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এদিন মেলায় নতুন বই আসে ৬৩টি। মোট প্রকাশিত বইয়ের মধ্যে কবিতার বই ছিলো সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে গল্প ও উপন্যাসের অবস্থান। এবারের বই মেলায় নতুন বইয়ের মধ্যে কবিতার বইয়ের সংখ্যা ১৬০৮টি, আর গল্প ও উপন্যাসের বইয়ের সংখ্যা যথাক্রমে ৭৫৭ ও ৬৯৮টি। বিষয়ভিত্তিক অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে প্রবন্ধ ২৭২টি, গবেষণা ৮০টি, ছড়া ১৪৮টি, শিশুতোষ ১৫০টি, জীবনী ১৬৭টি, রচনাবলী ১৫টি, মুক্তিযুদ্ধ ১১০টি, নাটক ৪৩টি, বিজ্ঞান ৭৭টি, ভ্রমণ ৮৫টি, ইতিহাস ৭৭টি, রাজনীতি ৩৩টি, রম্য ৩৭টি, কম্পিউটার ৫টি, ধাঁধা ২৮টি, ধর্মীয় ২৫টি, অনুবাদ ৩৮টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৪৫টি এবং অন্যান্য-৩৩০টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ